টেলিকম

আপনার এলাকায় কি চালু হচ্ছে বাংলালিংকের ফোরজি?

By Baadshah

February 18, 2018

ফোরজি লাইসেন্স গ্রহণের পর ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেটের বিশেষ কিছু অঞ্চলে ফোরজি সেবা চালু করবে বাংলালিংক। বাংলালিংকের ফোরজি সেবা চালু হচ্ছে ১৯ ফেব্রুয়ারি। বাংলাদেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ফোরজি সেবা চালুর মাধ্যমে দেশের ডিজিটাল সংযোগের একটি নতুন যুগের সূচনা করতে যাচ্ছে। আনুষ্ঠানিকভাবে কর্তৃপক্ষের কাছ থেকে ফোরজি লাইসেন্স গ্রহণের পরপরই সেবাটি চালু করবে বাংলালিংক। বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, “ফোরজি সেবা চালুর জন্য আমরা আগ্রহের সাথে অপেক্ষা করছি।” তিনি আরও বলেন, “ফোরজি অগণিত সম্ভাবনার দ্বার উন্মোচন করে বাংলাদেশকে ডিজিটাল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে । বাংলাদেশে যাত্রা শুরুর পর থেকেই বাংলালিংক প্রযুক্তির মাধ্যমে জীবনযাত্রার গুণগত পরিবর্তন আনতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমরা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে যাবো।” “এছাড়া সম্প্রতি নতুন ভাবে সংযোজিত ২১০০ মেগা হার্টজ ব্যান্ডের ৫ মেগা হার্টজ তরঙ্গ ও ১৮০০ মেগা হার্টজ ব্যান্ডের ৫.৬ মেগা হার্টজ তরঙ্গ আমাদের সেবার মান আরও বৃদ্ধি করবে”, বলেন এরিক অস।

কয় টাকায় পাবেন ফোরজি ইন্টারনেট?