প্রযুক্তি খবর

আপনার কম্পিউটার স্ক্রিনের তথ্য নিতে পারে হ্যাকাররা!

By Baadshah

September 05, 2018

ওয়েবক্যাম বা মাইক্রোফোন চালু করে গোপনে কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনে কোন ওয়েবসাইট চালু আছে জানতে পারে হ্যাকাররা। শুধু তা-ই নয়, ব্যবহারকারীরা সাইটগুলোতে কোন ধরনের ছবি বা ভিডিও দেখেন তা-ও জানতে পারে। ওয়েবক্যাম বা মাইক্রোফোন কম্পিউটার থেকে দূরে থাকলেও এমনটি করতে পারে তারা। জানিয়েছে, মিশিগান বিশ্ববিদ্যালয়, পেনসিলভানিয়া এবং তেল আবিব বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী।

তাঁদের দাবি, এলসিডি প্রযুক্তিনির্ভর কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিন থেকে উচ্চ ফ্রিকোয়েন্সির শব্দতরঙ্গ বের হয়, যা খালি কানে শোনা যায় না। আর এই শব্দতরঙ্গ ওয়েবক্যাম বা মাইক্রোফোনের মাধ্যমে হ্যাকাররা গোপনে সংগ্রহ করে। পরে মেশিন লার্নিং অ্যালগারিদম কাজে লাগিয়ে, শব্দতরঙ্গগুলো পর্যালোচনা করে স্ক্রিনে কোন ধরনের ছবি বা ভিডিও দেখা হচ্ছিল তা জানতে পারে হ্যাকাররা। এসব ছবি ও ভিডিও পর্যালোচনা করে ব্যবহারকারীদের অজান্তেই তাদের ওপর নজরদারির পাশাপাশি তাদের ব্যক্তিগত বিভিন্ন তথ্য বিজ্ঞাপনদাতাদের কাছে জানানো সম্ভব।

তথ্যসূত্র : ডেইলি মেইল