টিপস ও টিউটোরিয়াল

আপনার নিজের কম্পিউটারের বিস্তারিত তথ্য কিভাবে জানবেন ?

By Baadshah

September 14, 2018

নিজের কম্পিউটারের বিস্তারিত তথ্য জানতে চান? যেমন – কম্পিউটার কোন কোম্পানির তৈরি ?  পারেটিং সিস্টেম এখন কোনটি ? কোন উইন্ডোজ অপারেটিং সিস্টেম এখন আপনার কম্পিউটারে চলছে ?  র‍্যাম কত ? নেটওয়ার্ক সিস্টেম অর্থাৎ, আপনি ইন্টারনেট ব্যবহার করে থাকলে সেটার আইপি এড্রেস এবং সেটা ক্যাবল নাকি ওয়াইফাই সময়

এরকম আরও অনেক কিছু জানতে হলে আপনাকে কম্পিউটারে স্টার্ট মেনুর সার্চ অপশনে গিয়ে cmd টাইপ করে Enter করতে হবে ।

তাহলে command prompt নামে একটা ফাইল আসবে তাতে ক্লিক করবেন ।

তাতে c:/Users\আপনার নাম > এর পরে systeminfo লিখে এন্টার করে অপেক্ষা করুন কিছুক্ষণ তারপর তথ্য জানতে পারবেন।

নাজমুল হাসান মজুমদার তথ্যপ্রযুক্তি লেখক