TechJano

আপনি করোনা আক্রান্ত কি না ব্যান্ড বলে দেবে

করোনাভাইরাসের সময় প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। যার মারফত ঘরে থেকেও মানুষ বহু মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে পেরেছে। সম্প্রতি একটি স্মার্ট ব্যান্ড বাজারে এসেছে, যা মানুষের শরীরের তাপমাত্রা মাপতে পারবে। ফলে কেউ করোনাআক্রান্ত হলো কি না সেটা এই ফিটনেস ব্যান্ড বলে দেবে।

এটি নির্মাণ করেছে জিওকিউআইআই। ঘড়িটি পরা অবস্থায় আপনার শরীরের তাপমাত্রা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গেলে জানান দেবে ডিভাইসটি। যা কভোড-১৯ আক্রান্ত হওয়ার প্রথম স্টেজ।

উল্লেখ্য, সব জ্বর করোনার উপসর্গ নয়। ব্যান্ডটি পরে যদি দেখেন আপনার জ্বর হয়েছে, তাহলে আপনি আগাম সতর্ক থাকতে পারবেন। এটি স্ক্রনিং ডিভাইস, কোনো মেডিক্যাল ডিভাইস নয় বলে জানিয়েছে নির্মাণ সংস্থা।

শুধু শরীরের তাপমাত্র নয়, এই ব্যান্ড আপনার হৃদস্পন্দন থেকে শুরু করে স্টেপস, ঘুমের সময় সহ আরও অনেক ফিচার রয়েছে জানা গিয়েছে রক্তচাপ, শরীরে শর্করার পরিমাণও জানিয়ে দেবে ডিভাইসটি। ভারতের বাজারে এর দাম চার হাজার রুপি। এর ব্যাটারি লাইফ সাত দিন।

Exit mobile version