মোবাইল ফোন

আবার আসছে নকিয়ার নতুন ফোন

By Baadshah

January 23, 2018

নকিয়া আবার আনছে নতুন ফোন। হতে পারে তা নকিয়া ৯ নামের স্মার্টফোন। গত বছরেই নকিয়া ব্র্যান্ডের বেশ কয়েকটি মডেলের অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোন এনে চমক দিয়েছিল এইচএমডি গ্লোবাল। নকিয়ার নামে আবারও চমক দিতে যাচ্ছে ফিনল্যান্ডের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। ফেব্রুয়ারি মাসে নতুন স্মার্টফোন ও অন্যান্য যন্ত্রের ঘোষণা দেবে এইচএমডি।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠেয় মোবাইল ট্রেড শো ‘এমডব্লিসি ২০১৮’–এর আগে আগামী ২৫ ফেব্রুয়ারি কয়েকটি মডেলের স্মার্টফোনের ঘোষণা দেবে প্রতিষ্ঠানটি। ওই অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে বলা হয়েছে, নতুন বছরের জন্য নকিয়া নিয়ে বিশেষ কিছু পরিকল্পনা রয়েছে এইচএমডির।

গত বছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের সময় নতুন কয়েকটি মডেলের স্মার্টফোনের ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। ওই স্মার্টফোনগুলো গত বছর প্রযুক্তিবিশ্বে আলোচনায় আসে। অ্যান্ড্রয়েড স্মার্টফোনের পাশাপাশি নকিয়া ৩৩১০ মডেলের ফিচার ফোনের নতুন সংস্করণ উন্মুক্ত করে তারা।

ধারণা করা হচ্ছে, এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফ্ল্যাগশিপ ফোন নকিয়া ৯ ও অ্যান্ড্রয়েড ওরিওর গো সংস্করণনির্ভর নকিয়া ১ স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিতে পারে এইচএমডি কর্তৃপক্ষ। এ ছাড়া নকিয়া ৬ স্মার্টফোনটির ২০১৮ সংস্করণ আসতে পারে। এ তিনটি মডেল ছাড়াও নকিয়া ৩৩১০ ফোরজি সংস্করণের ঘোষণা আসতে পারে।

বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, স্মার্টফোনের পাশাপাশি নকিয়ার নামে স্মার্ট হোম ডিভাইস তৈরি করছে ফিনল্যান্ডের প্রতিষ্ঠানটি। এবার এ ধরনের ডিভাইসের দেখা মিলবে।

উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারি থেকে বার্সেলোনায় শুরু হচ্ছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। ১ মার্চ পর্যন্ত ওই অনুষ্ঠান চলবে। অনুষ্ঠানের আগেভাগেই প্রযুক্তিপণ্য নির্মাতাদের বিভিন্ন পণ্যের ঘোষণা দিতে দেখা যায়। নকিয়ার চমক দেখার আশায় ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে ভক্তদের।