গেইম

আবার শুরু হলো পাবজী-পাবজির নতুন মোড উন্মোচন

By Baadshah

October 26, 2019

গত বছর থেকে এখন পর্যন্ত গেমিং জগতে জনপ্রিয় গেম হচ্ছে ব্যাটল রয়াল গেইম প্লেয়ারস আননোন ব্যাটেলগ্রাউন্ড বা পাবজি। এবার গেমটি মোবাইলের লাইট সংস্করণে আনা হয়েছে।

যে সকল ফোনে র‍্যাম অনেক কম থাকে, সে সকল ফোনের জন্য এই লাইট সংস্করণ আনা হয়েছে। এখন পর্যন্ত বিশ্বের সব দেশে পাবজি পাওয়া যায় না, তবে এটি সব দেশে সব ধরণের ফোনে যাতে সহজেই পাবজি খেলা যায় এজন্য চীনের প্রতিষ্ঠান টেনসেন্টের ডেভেলপাররা কাজ করে যাচ্ছেন।

বিশ্ব্যব্যাপী উন্মাদনা সৃষ্টিকারী এই গেমটির নতুম মোডটি হচ্ছে ‘হ্যালোইন সারভাইভাল’। এই মোডের সাথে আরও ৩টি নতুন অস্ত্র সোর্ড অফ, এম১৩৪ মিনিগান এবং ফ্ল্যামথ্রোয়ার এসেছে।

২০১৭ সালের ২৩ মার্চ পাবজি গেমটি উন্মুক্ত হয়। এই গেমে একটি এলাকায় সম্পূর্ণ খালি হাতে অন্যান্য গেমারদের সাথে ছেড়ে দেওয়া হয়। এরপর এলাকা থেকে লুকিয়ে থাকা অস্ত্র ও অন্যান্য জিনিসপত্র খুঁজে নিয়ে কাজে লাগিয়ে ম্যাচে টিকে থাকতে হয়। এভাবে যে শেষ পর্যন্ত জীবিত থাকে, সেই ম্যাচের ম্যাচের বিজয়ী হয়।