ই-কমার্স

আমাজন কি করতে বাংলাদেশে আসছে?

By Baadshah

September 09, 2018

আমাজন আসছে বাংলাদেশে। কোনো ই-কমার্সের সাথে নয়, নিজরোই সরাসরি বিনিয়োগ নিয়ে বাংলাদেশে আসছে আমাজন কোম্পানি। ২০২০ সালের শুরুতেই বাংলাদেশে কার্যক্রম পরিচালনা শুরু করবে বিশ্বের সবচেয়ে বড় এই ই-কমার্স কোম্পানিটি। বর্তমানে আমাজনের বাজার মূলধন ট্রিলিয়ন মার্কিলয় ডলার ছাড়িয়েছে। প্রশ্ন হচ্ছে কি করতে বাংলাদেশে আসছে আমাজন? আমাজনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বাংলাদেশ ঘুরে গেছেন সম্প্রতি। তারা ডিজিটাল বাংলাদেশ নিয়ে কাজ করে সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। আলিবাবার মতো বাংলাদেশে কার্যক্রম থাকা কোনো কোম্পানি কিনে বা কোনো অংশীদারিত্বে নয়, আমাজন এফডিআই করে বোর্ড অব ইনভেস্টমেন্টের অনুমোদনে আমাজন বাংলাদেশ’ হিসেবে কার্যক্রম শুরু করবে। আমাজন মূলত বাংলাদেশের ই-কমার্সকে টার্গেট করেছে। ভারতের পলিসির মতোই বাংলাদেশের বাজার দখল করতে চাই তারা। কিন্তু তাদের বিনিয়োগ কত হবে বা কিভাবে কাজ করবে তা আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। শনিবার দেশিয় ই-কমার্স খাতের ভবিষ্যত রোডম্যাপ নিয়ে এক গোলটেবিল বৈঠকে আলোচকের বক্তব্যে অ্যামাজনের বাংলাদেশে কার্যক্রম শুরুর বিষয়টি তুলে ধরেন এটুআইয়ের ইএম সলিউশনস আর্কিটেক্ট অ্যান্ড ই-কমার্স টিম লিড রেজওয়ানুল হক জামি। ।জানা গেছে, এটুআইয়ের সঙ্গে বৈঠকে সরকারের একশপ ই-কমার্স মার্কেটপ্লেসের অবকাঠামোগত সুবিধা চেয়েছে আমাজন। যদিও এখন পর্যন্ত একশপ অ্যামাজনের সঙ্গে যুক্ত নয়।