বাছাই খবর

আমেরিকায় যাচ্ছে দেশে উৎপাদিত ফাইভজি মোবাইল : মোস্তফা জব্বার

By Baadshah

January 08, 2022

বাংলাদেশে উৎপাদিত ফাইভজি মোবাইল ফোন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেছেন, ‘সরকারের প্রযুক্তিবান্ধব নীতির কারণে দেশে বিশ্বমানের ১৪টি মোবাইল কোম্পানি মোবাইল ফোন কারখানা করেছে। আরও চারটি কারখানা স্থাপন পাইপ লাইনে আছে। নেপাল ও নাইজেরিয়াসহ বিশ্বের অনেক দেশে আমাদের উৎপাদিত ল্যাপটপ ও কম্পিউটার রপ্তানি করছি।

বাংলাদেশে উৎপাদিত ফাইভজি মোবাইল ফোন যুক্তরাষ্ট্রেও রপ্তানি করা হচ্ছে।’ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী মেকার কমিউনিকেশন আয়োজিত ‘স্মার্টফোন ও ট্যাব এক্সপো-২০২২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।