ক্যারিয়ার

আর্টিকেল লিখে আয় করতে হলে কি করতে হবে?

By Baadshah

July 01, 2018

আরিফ হাসান লেখক

বর্তমান সময়ে অনেকেই কন্টেন্ট বা আর্টিকেল লিখে আয় করতে চায় । এদিকে আসলেই অনেক ভাল পরিমাণ আয়ের সুযোগ আছে যা আসলে অনেকেই জানে না। মার্কেটে ভাল কনটেন্ট এর যত চাহিদা আছে সেই তুলনায় কনটেন্ট রাইটারের সংখ্যা অনেক কম । তাই যারা ইংরেজি মোটামুটি জানি তারা যদি কিছুদিন এদিকটাতে ফোকাস করি তাহলে নিশ্চিত ভাবেই ভাল করা সময়ের ব্যাপার মাত্র ।

আর রাইটার হতে চাইলে সব চেয়ে বেশি যে জিনিসটা দরকার সেটা হল নিয়মিত লেখালেখি করা।

প্রথম দিকে লিখতে ইচ্ছে হবে না এবং লেখার মান দেখে নিজের কাছেই ভাল লাগবে না। কিন্তু খুব অল্প দিনের মধ্যেই লেখাও ভাল হবে আবার লিখেও মজা পাবেন।কারন লেখালেখি হল শব্দ নিয়ে খেলা।আর এই শব্দের খেলা যে যত খেলতে পারবে সে তত ভাল লিখবে।

কিছুদিন যেকোন বিষয় নিয়ে লেখালেখি করে আগে হাতটা পাকা করতে হয় । তারপর লেখার সৌন্দর্য্য নিয়ে কাজ করে কাজ করে এগিয়ে যাওয়া ও টাকা আয় করা সহজ হয় ।এখন কথা হল লেখার সৌন্দর্য্য কি বা কিভাবে এটা বাড়ান যায় । একই সেন্টেন্স কে গতানুগতিক ভাবে না লিখে একটু ভিন্ন ভাবে লিখে কিভাবে সৌন্দর্য্য বাড়ান যায় তা নিয়ে আগের লেখাটি পড়ে দেখতে পারেন।

অর্নামেন্টস বা মেকাপ যেমন মেয়েদের সৌন্দর্য্য বাড়িয়ে দেয় তেমনি Idioms and Phrases এবং আরো কিছু কিছু শব্দ বা বাক্য আছে যেগুলো লেখার সৌন্দর্য্য বাড়িয়ে দেয়। আজ এমন কয়েটা টপিক এবং Idioms and Phrases নিয়ে আলোচনা করব।

যেমন মনে করেন আপনি কাউকে পছন্দ করেন বা লাইক করেন বা তাকে অনেক ভাল লাগে। সে হিসেবে সে আপনার মনের মত লোক। আবার এমন অনেকেই আছে যাদের আপনার মনের মত মনে হয়।

তাহলে এক্ষেত্রে I like him or her ( এটা আক্ষরিক যা শুনতে সুন্দর মনে হয় না)

এর পরিবর্তে আপনি হয়ত এভাবে লিখে প্রকাশ করতে পারেন He or she is a person after my heart.

After one’s own heart – মনের মত/পছন্দসই এটা এভাবে ব্যবহার করে অনেক বাক্য আপনি তৈরি করতে পারবেন যা আপনার লেখাকে সুন্দর করবে এবং লেখার এক ঘেয়েমি দূর করবে ।

আবার আমরা এখন তো বিভিন্ন ভাবে চেষ্টা করছি বিভিন্ন দিকে স্কিল্ড হওয়ার জন্য।আর বর্তমান সময়ে স্কিল্ড হওয়া ছাড়া কোন উপায় নাই তা যেকোন বিষয়েই হোক না কেন। এখন এই ধরণের বাক্যকে আমরা এভাবে না লিখে

বিভিন্ন দিকে চেষ্টা করার পরই আমরা সফলতা পেলাম- After trying in many ways, we have gained success.( আক্ষরিক)

এভাবে লিখতে পারি After applying whole bag of tricks, we have gained success.

Whole bag of tricks – বিভিন্ন ভাবে চেষ্টা করা। এটা শুনতেও যেমন সুন্দর লাগে তেমনি এটা লেখার সৌন্দর্য্য বাড়িয়ে দেয় । এধরনের আরো কয়েকটি উদাহরণ এখানে দেয়া হলঃ

# I have cried my eyes out when she left me.

Cry one’s eyes out- কোন ব্যাপারে অনেক বেশি বা লম্বা সময় ধরে কান্নাকাটি করা।

# Despite a mid-innings wobble Shakib set the team on the road to victory.

Set something road to victory- কোন কিছুকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া ।

# It was a time-befitting directive- এটা ছিল একটা সময়োপযোগী নির্দেশনা ।

Time-befitting directive-সময়োপযোগী নির্দেশনা ।

# He even not has a leg to stand on-তার এমনকি নিজের মতের স্বপক্ষেও জোরালো কোন যুক্তি নেই ।

Not have a leg to stand on- স্বীয় মতের স্বপক্ষে জোরালো কোন যুক্তি না থাকা ।

আপনারা চাইলেই এমন অনেক শব্দ বা বাক্য বা Idioms and Phrases শিখে নিতে পারেন আর বাড়িয়ে তুলতে পারেন আপনার লেখার সৌন্দর্য্য ।

 

লেখক: আরিফ হাসান

Email- contentface@gmail.com

লেখকের আরও লেখা:

অনলাইনে অর্থ আয়ের ১০ সহজ উপায়

ইংলিশ কন্টেন্ট লেখার জন্য প্রাথমিক কিছু ধারণা

নারীদের জন্য SOSmate–Save Our Soul mate! উপকারী অ্যাপ