প্রযুক্তি খবর

আর্থ ডে নিয়ে গুগলের ডুডল

By Baadshah

April 22, 2018

আজ ২২ এপ্রিল আর্থ ডে। গুগল ‘আর্থ ডে’ উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছে গুগল। ৪৮ তম আর্থ ডে তে প্রিমাটোলজিস্ট জেন গুডঅলের সঙ্গে মিলে ডুডলটি বানিয়েছে।ডুডলটিতে ক্লিক করেলে জেন গুডঅলের বক্তব্য সম্বলিত একটি ভিডিও দেখা যাচ্ছে। এতে তিনি প্রকৃতি বিষয়ে তার তার ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান, তানজানিয়ায় শিম্পাঞ্জির ওপরে গবেষণা চালাতে তিনি গোম্ব ন্যাশনাল পার্কে গিয়েছিলেন। সেসময় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থামলে তিনি পোকামাকড়দের গান শুনতে পান।

প্রকৃতির সান্নিধ্যে লম্বা সময় কাটালেই কেবল বোঝা যায় সবকিছুই পরস্পর সম্পর্ক যুক্ত। ক্ষুদ্র ক্ষুদ্র পোকাকে গুরুত্বহীন মনে হলেও তাদেরও প্রকৃতিতে ভূমিকা আছে।বিশ্বে ইতিবাচক প্রভাব ফেলতে আমাদের কি করতে হবে সে সম্পর্কেও তিনি বার্তা দেন। তিনি আরও বলেন, পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী মানুষ। কিন্তু পৃথিবীর ক্ষতি তারাই বেশি করছে ।সারা বিশ্বে তার প্রতিষ্ঠিত সংস্থা জেন গুডঅল ইনস্টিটিউট আছে ১৯টি । ১৯৭৭ সালে তিনি গুডঅল ইনস্টিটিউটটি প্রতিষ্ঠা করেন ।পরিবেশ ও প্রাণী রক্ষার জন্য তিনি বছরের তিনশ’ দিনই সারা বিশ্বে বক্তৃতা দিয়ে বেড়ান।