বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পদে জনবল নিয়োগ দেবে। এতে বিভিন্ন পদে ৬১১ জনকে নিয়োগ দেওয়া হবে। চাইলে আপনিও আবেদন করতে পারেন।
যেসব পদে নিয়োগ দেওয়া হবে ১. মেস ওয়েটার: ৩৯টি ২. পরিচ্ছন্নতাকর্মী: ৪২টি ৩. ইউএসএম/শ্রমিক: ১০২টি ৪. বার্তাবাহক: ৪০টি ৫. অফিস করণিক: ৫৫টি ৬. বাবুর্চি: ২৭টি ৭. টেইলার: ২২টি ৮. ইঅ্যান্ডবিআর: ৩টি ৯. লস্কর: ৪টি ১০. গ্রিজার: ১টি ১১. সহকারী বাবুর্চি: ৯টি ১২. সহকারী সুপারভাইজার: ১টি ১৩. উচ্চমান করণিক: ২টি ১৪. কেমিস্ট: ১টি ১৫. মেকানিক: ১টি ১৬. কার্পেন্টার: ১৪টি ১৭. এমটি ড্রাইভার: ১২টি ১৮. হেড মেকানিক: ১টি ১৯. নিরাপত্তা প্রহরী: ২৭টি ২০. মালি: ২টি ২১. এসএএসআই: ৪টি ২২. এসএস-২: ১টি ২৩. ড্রাফটসম্যান: ১টি ২৪. ফায়ার ক্রু: ৮টি ২৫. পেইন্টার: ১২টি ২৬. ওয়ার্ডবয়: ৩টি ২৭. আয়া: ১টি ২৮. টিন স্মিথ: ১টি ২৯. স্টোরম্যান: ৩২টি ৩০. ভিএফএ: ৩টি ৩১. ইলেকট্রিশিয়ান: ১২টি ৩২. মিল্ক রেকর্ডার: ২টি ৩৩. ক্ল্যাসিফায়ার: ১টি ৩৪. অটো ইলেকট্রিশিয়ান: ১টি ৩৫. বেঞ্চ ফিটার (এসএস-২): ৩টি ৩৬. ওয়েল্ডার (এসএস-২): ৪টি ৩৭. কার্পেন্টার (এসএস-২): ২টি ৩৮. ভিউয়ার: ২০টি ৩৯. গোয়ালা: ২০টি ৪০. ফায়ারম্যান: ২টি ৪১. ক্যাশিয়ার (উচ্চমান): ২টি ৪২. মেশন (এসএস-২): ২টি ৪৩. সুপারভাইজার: ৩টি ৪৪. আর্মোরার (এসএস-২): ১টি ৪৫. ইনসেমিনেটর: ২টি ৪৬. প্ল্যান্ট অপারেটর: ২টি ৪৭. ক্যাটালগার: ১টি ৪৮. প্যাকার: ১টি ৪৯. সিকিউরিটি ইনসপেক্টর/নিরাপত্তা পরিদর্শক: ৩টি ৫০. আরএ-২: ১টি ৫১. পাম্প অপারেটর: ৪টি ৫২. ফিটারগান (এসএস-২): ১টি ৫৩. পেইন্টার (এসএস-২): ২টি ৫৪. মেশিনিস্ট (এসএস-২): ৭টি ৫৫. ইলেক্ট এমভি (এসএস-২): ১টি ৫৬. ফটোকপি অপারেটর/গেস্টেটনার অপারেটর: ২টি ৫৭. ব্লাকস্মিথ (এসএস-২): ১টি ৫৮. এক্সচেঞ্জ অপারেটর/টেলিফোন অপারেটর: ১০টি ৫৯. ফিটার এমভি (এসএস-২): ৭টি ৬০. ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট/ল্যাব সহগামী: ৪টি ৬১. টিন অ্যান্ড কপারস্মিথ (এসএস-২): ২টি ৬২. ফার্ম লেবার (কাউ অ্যাটেন্ড্যান্ট/কাফ অ্যাটেন্ড্যান্ট/ক্লিনার): ১১টি ৬৩. সিভিল মেকানিক ড্রাইভার: ২টি ৬৪. ট্রাক্টর/মেক্যানিক ট্রান্সপোর্টে ড্রাইভার: ১টি
বয়স: ১ জুন ২০১৯ সব প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ হতে হবে। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে ৩২ বছর।
বিস্তারিত: (https://www.army.mil.bd/Job-Circulation-Details/job-circulation-for-permanent-civilian-post-in-bangladesh-armybr-10)
আবেদনের সময়সীমা: ২২ আগস্ট ২০১৯।