দেশ

আর মাত্র ১০ দিন পরেই শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ

By Baadshah

July 17, 2018

২৭ জুলাই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। এ চন্দ্রগ্রহণ দেখা যাবে ১ ঘণ্টা ৪৩ মিনিট ধরে। এই শতাব্দীতে এটিই দীর্ঘতম চন্দ্রগ্রহণ। এদিন রাত ১১টা ৫৪ মিনিটে শুরু হবে আংশিক চন্দ্রগ্রহণ।

পৃথিবীর ছায়ায় আস্তে আস্তে চাঁদের ঢাকা পড়ার শুরু তখনই। রাত একটায় পুরোপুরি ঢেকে যাবে চাঁদ। শুরু হবে পূর্ণগ্রাস। পূর্ণগ্রাস অবস্থায় চাঁদ থাকবে আরও এক ঘন্টা ৪৩ মিনিট। রাত ২টো ৪৩ মিনিট পর্যন্ত। এরপর আবার চাঁদের গায়ে পড়তে শুরু করবে সূর্যের আলো। ফের শুরু হবে আংশিক গ্রহণ। ভোর ৩টে ৪৯ মিনিটে শেষ হবে গ্রহণ।

বর্ষার জন্য আকাশ মেঘলা থাকলে দেখা যাবে না পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, এই আশঙ্কা করছেন অনেকেই। তবে, গ্রহণ চলবে দীর্ঘক্ষণ। তাই কোনও না কোনও সময় আকাশ খুলবেই, এই আশাতেই হয়ত রাতভর আকাশপানে চাইবেন দেশবাসী।

চন্দ্রগ্রহণ ছাড়াও এ মাসেই সৌরজগতের আরও একটি ঘটনা ঘটবে। মঙ্গলের অবস্থান হবে সূর্য ও পৃথিবীর মাঝে। অর্থাৎ পৃথিবীর খুব কাছেই আসবে লাল গ্রহ মঙ্গল। জুলাইয়ের শেষ সপ্তাহে বিকেল থেকে ভোর পর্যন্ত খালি চোখেই দেখা যাবে মঙ্গল গ্রহ।

তথ্যসূত্র: আনন্দবাজার

আরও পড়ুন:

২০১৮ সালে আকাশে কি ঘটছে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, উল্কা বৃষ্টি, ধূমকেতু সংঘর্ষ?

জুলাইতে শতাব্দীর দীর্ঘতম ‌’চন্দ্রগ্রহণ’ এবং ‘ব্লাড মুন’ এর সাক্ষী হচ্ছে বিশ্ববাসী

১৫২ বছর পর দেখা যাবে সুপার ব্লু ব্লাড মুন