দেশ

আলমাস কবিরের বেসিস সভাপতি হওয়ার গল্প

By Baadshah

March 31, 2018

বেসিস নির্বাচন ফল ঘোষণার কয়েক মিনিট বাকি। মুখজুড়ে রাজ্যের অন্ধকার, অনেক দুশ্চিন্তা তাঁর মুখে। ফল দেখানো শুরু হওয়ার পর একটু একটু করে হাসি ফুটল। চওড়া হল। ফল জানার পর সামনে যাকে পেলেন জড়িয়ে ধরলেন। একটা আবেগের ঢেউ খেলে গেল। নির্বাচন করে জিতলে এ রকমই হয় বুঝি! দেশের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্য সংগঠন বেসিসের ২০১৮-১৯ মেয়াদের নির্বাচনের ফল ঘোষণা করা হয়ছে। নির্বাচনে সাধারণ বিভাগে ‘টিম হরাইজন প্যানেল’ থেকে মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের সিইও এবং প্যানেলটির দলনেতা সৈয়দ আলমাস কবির ১৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সবচেয়ে বেশি ভোট তাঁর। তাঁকেই বেসিসের পরবর্তী সভাপতি করা হয়েছে। বেসিসের বর্তমান সভাপতি হিসেবে তিনিই দায়িত্ব পালন করছিলেন। বেসিসের এ নির্বাচনের আগে বেশ চাপে ছিলেন বোঝা যায়। টিম হরাইজন থেকে এক সদস্যের বসে যাওয়া, নানা রকম কথা কাদা ছোড়াছুড়ি। তিনি কিন্তু নীরবে নিশ্চুপে কাজ করে গেছেন। ভোটারদের কাছে নিজের যৌক্তকতা তুলে ধরেছেন। নির্বাচনী পরিচিতি সভায় নিজের তিন মাসের সভাপতি হিসেবে গৃহীত পদক্ষেপের কথা জানিয়ে বলেছিলেন, উন্নতির ধারাবাহিকতা রাখতে আরও সময় দরকার। নির্বাচনের মধ্যেই তাঁকে ফোন করে জানতে চেয়েছিলাম তিনি আসলে বেসিস সদস্যদের জন্য নতুন কি করছেন। তিনি মোবাইল ফোনে এক ঘন্টা ধরে কথা বলেছিলেন। জানিয়েছিলেন অনেক পরিকল্পনা। সেগুলোর অনেকটাই বাস্তবসম্মত। ভোটারদের তিনি বোঝাতে পেরেছেন তাঁর যৌক্তিকতা। সর্বোপরি তাঁর মতো নিপাট ভদ্রলোককে মানুষ বেছে নিয়েছে। তাইতো সর্বোচ্চ ভোট পেয়েছেন তিনি। টিম বা প্যানেল বাছাইয়েও মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। নতুন পুরোনোকে সঙ্গে নিয়েছেন। নির্বাচন পূর্ববর্তী ঝামেলা দূর করতে কঠোর হয়েছেন। কাজে নিজের দক্ষতা দেখিয়েছেন। সব মিলিয়ে তাঁর নির্বাচনী ক্যাম্পেইন ভালো ছিল। সব গুছিয়ে করতে পেরেছেন। বেসিস নির্বাচনে তার প্যানেলের সদস্যদের সর্বোচ্চ ভোট। ইউওয়াই সিস্টেমস লিমিটেডের চেয়ারপারসন ও সিইও ফারহানা এ রহমান পেয়েছেন ১৭৮ ভোট, বিজনেস অটোমেশন লিমিটেডের ডিরেক্টর শোয়েব আহমেদ মাসুদ ১৮১ ভোট, জানালা বাংলাদেশ লিমিটেডের এমডি তানজিদ সিদ্দিক স্পন্দন ১৮০ ভোট, স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং লিমিটেডের ম্যানেজিং পার্টনার মুশফিকুর রহমান ১৮৩ ভোট এবং শুটিং স্টার লিমিটেডের এমডি দিদারুল আলম সানি ১৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। শনিবার সকাল ১০টা থেকে বেসিস কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল চারটায় এই ভোটগ্রহণ শেষে গনণা এবং ফলাফল প্রকাশ করা হয়। নির্বাচনে সাধারণ বিভাগে মোট ভোট পড়ে ৩৯৭টি, যার মধ্যে সঠিক ভোট ৩৮৪। আর অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ভোট পড়ে ১৪৫টি, যার মধ্যে সঠিক ভোট ১৪১টি। এর আগে ৪ মার্চ বেসিস নির্বাচন বোর্ড প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে। সেই তালিকায় মনোনয়পত্র জমা দেওয়া ৪০ জনের নাম ছিল। নির্বাচনে অংশ নিতে সাধারণ বিভাগে ৩৪ এবং অ্যাসোসিয়েটে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। শুভকামনা নতুন বেসিস সভাপতিকে।

আলমাস কবিরকে নিয়ে লেখা টেক জানোর অন্য লেখাগুলো পড়ুন:

উন্নতির জন্য ধারাবাহিকতা দরকার: সৈয়দ আলমাস কবীর

গ্রোথ ইকো সিস্টেম নিয়ে কাজ করতে চায় ‘টিম হরাইজন’ 

বেসিস নির্বাচনে ‌টিম হরাইজন কি করতে পারবে?

বেসিসের মেম্বার হওয়া সহজ হবে?