নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান আশা। জুনিয়র লোন অফিসার পদে মাঠ পর্যায়ে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম:
জুনিয়র লোন অফিসার
পদসংখ্যা:
এই পদে মোট ৭২০ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা:
আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের ন্যূনতম স্নাতক বা সমমান পাস হতে হবে। শারীরিক ও মানসিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। পূর্ববর্তী কাজের অভিজ্ঞতাপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স অনূর্ধ্ব ৩২ বছর।
বেতন-ভাতা:
শিক্ষানবিশকালে (এক বছর) বেতন ১৩,৮৬০ টাকা দেওয়া হবে। তবে এক বছর পর বেতন ১৭,৩৬৪ টাকা।
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের নিজের নাম, পিতার নাম, মাতার নাম, বয়স ও জন্ম তারিখ, স্থায়ী ও বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্রের নম্বর, ধর্ম ও শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (যদি থাকে) উল্লেখপূর্বক প্রেসিডেন্ট-আশা বরাবর আবেদন করতে হবে। আবেদনের বিস্তারিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।
আবেদনের শেষ তারিখ:
আবেদন করা যাবে আগামী ২০ ফেব্রুয়ারি, ২০১৯ পর্যন্ত।
সূত্র : দৈনিক ইত্তেফাক, ৬ ফেব্রুয়ারি, ২০১৯, এবং দৈনিক প্রথম আলো, ৭ ফেব্রুয়ারি, ২০১৯।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে: