TechJano

আসছে অ্যানড্রয়েড পি মানে পাইনআপেল?

পি দিয়ে কি নাম হবে-পাইনআপেল? অ্যান্ড্রয়েডের এবারের সংস্করণের নাম হবে পাইনআপেল। সাধারণত মিষ্টান্নের নামে অ্যান্ড্রয়েড ওএসের নাম রাখে গুগল। ওরিওর পরে কি তবে আসছে পাইনআপেল। এখন পর্যন্ত ইংরেজি অক্ষরগুলোকে পর্যায়ক্রমে মিষ্টির নামে নামকরণ করে অ্যান্ড্রয়েডের নতুন ভার্সনের নাম রাখা হয়।

অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ‘অ্যানড্রয়েড পি’ আনছে গুগল। সংস্করণটি কাজে লাগিয়ে বর্তমানের তুলনায় আরো ভালোভাবে গুগলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সেবা ব্যবহারের সুযোগ মিলবে। মোবাইলে কথা বলার সময় অন্য কেউ রেকর্ড করলে ব্যবহারকারীদের সতর্কও করবে সংস্করণটি। বাজারে আসতে যাওয়া একাধিক স্ক্রিনের ডিভাইস সমর্থন করার পাশাপাশি হালনাগাদ প্রযুক্তির সেন্সরযুক্ত ক্যামেরাও ব্যবহারের সুযোগ মিলবে।

শুধু তা-ই নয়, আগামীর প্রযুক্তি হিসেবে পরিচিত অগমেন্টেড রিয়ালিটি প্রযুক্তিনির্ভর বিভিন্ন অ্যাপও সমর্থন করবে। কাজের পরিধি এবং গতি বৃদ্ধি পেলেও ডিভাইসের ব্যাটারি খরচের পরিমাণও কম হবে। ফলে দীর্ঘ সময় ডিভাইস ব্যবহারের সুযোগ মিলবে। সব কিছু ঠিক থাকলে মে মাসে অনুষ্ঠেয় গুগল ডেভেলপার সম্মেলনে নতুন সংস্করণটি উন্মোচন করা হতে পারে।

Exit mobile version