TechJano

আসছে গিগাবাইট এর নতুন এসএসডি এম. ২ পিসিআই ই ১২৮ জিবি

বিখ্যাত মাদারবোর্ড ও গ্রাফিক্স কার্ড নির্মাতা গিগাবাইট বাজারে নিয়ে আসল তাদের নতুন এসএসডি গিগাবাইট এম. ২ পিসিআই ই ১২৮ জিবি। এর মাধ্যমে গিগাবাইট বর্তমানে পিসির জন্য সব হার্ডওয়্যার তৈরীর ক্ষেত্রে আরো একধাপ এগিয়ে গেছে।

এম.২” ফর্ম ফেক্টরের এই এসএসডি টি বর্তমানে ১টি ভার্শনে পাওয়া যাচ্ছে যেটি ১২০ গিগাবাইটের। আর এটি ১১০০ মেগাবাইট সেকেন্ডে রিড করতে সক্ষম ও ৫০০ মেগাবাইট পার সেকেন্ডে রাইট করার ক্ষমতাও রাখে। এর নতুন ফিচার হলো হোস্ট মেমরি বাফার (HMB), যা পিসিআই এক্সপ্রেসকে এসএসডিগুলি পিসি সিস্টেমে কিছু ডির‍্যাম (ডাইরেক্ট মেমরি অ্যাক্সেস) ব্যবহার করার অনুমতি দেয়, আগে যার জন্য নিজস্ব ডির‍্যাম আনতে এসএসডি প্রয়োজন হত ।

গিগাবাইট এম.২ পিসিআই এসএসডি 2.5 সাটা এসএসডি তুলনায় দ্রুত তথ্য স্থানান্তর করতে পারে। এছাড়াও আপনি এতে পাচ্ছেন সর্বোচ্চ ৩ বছরের ওয়ারেন্টি।

উল্লেখ্য যে সাধারণ হার্ডডিস্কের তুলনায় এম. ২ পিসিআই ই এর গতি অনেকটাই বেশি ফলে এতে কম সময়েই অনেক কাজ করা যায়। তাই কম্পিউটারের গতি বাড়াতে চাইলে গিগাবাইটের এই এস এস ডি আপনার জন্য একটি ভাল সমাধান হতে পারে।

Exit mobile version