২০১৮ সালে আসছে নকিয়ার নতুন তিন ফোন নকিয়া ৪, নকিয়া ৭ প্লাস এবং নকিয়া ১। কি থাকবে এতে?
নকিয়া ৬, ৫, ৩, ৮, ৭, ২। আগেই এসেছে। ২০১৮ সালে নোকিয়া ৯, এবং নোকিয়া ৬ আসছে । বাদ যাবে না ৪, নকিয়া ৭ প্লাস এবং নকিয়া ১।
এইচএমডি গ্লোবাল নতুন ফোন হিসেবে নকিয়া ৪, নকিয়া ৭ প্লাস এবং নকিয়া ১ তৈরি করছে। নকিয়া ১ অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন। চলতি বছরে মার্চে বাজারে আসবে এটি। কিন্তু ৪ আর ৭ প্লাসের ব্যপারে তখন কিছু শোনা যায়নি।
জানুয়ারি ১৯-এ নোকিয়া ৯ এবং ৬ (২০১৮) বাজারে আনতে পারে এইচএমডি গ্লোবাল। এছাড়াও স্ন্যাপড্রাগন ৮৪৫ এসওসি নিয়ে আসতে পারে নোকিয়া ১০।
ফোনের নাম সামনে আনলেও, সেগুলির স্পেশিফিকেশন নিয়ে খুব একটা তথ্য দেয়নি নকিয়া মোবাইল ক্যামেরা অ্যাপ। তবে মনে করা হচ্ছে নোকিয়া ৭-এর আরেকটু ভাল ভেরিয়েন্ট হবে সেভেন প্লাস। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ এসওসি থাকতে পারে এতে।