TechJano

আসছে নতুন তিন ব্যাংক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের অনুমোদনের প্রাথমিক কাজ শেষ করেছে বাংলাদেশ ব্যাংক।
আগামীকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভায় এই ব্যাংকটির চূড়ান্ত অনুমোদন হতে যাচ্ছে। এর পাশাপাশি এদিন পিপলস ব্যাংক ও সিটিজেন ব্যাংক নামে আরও দুটি ব্যাংকের অনুমোদন দেওয়া হতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এমন ইঙ্গিত পাওয়া গেছে।

এখন পর্যন্ত লাইসেন্স পাওয়া ৫৮টি বেসরকারি ব্যাংকের মধ্যে ৫৭টি কার্যক্রম চালাচ্ছে। সর্বশেষ গত অক্টোবরে চূড়ান্ত অনুমোদন পায় পুলিশ সদস্যদের মালিকানায় ‘কমিউনিটি ব্যাংক অব বাংলাদেশ’। এটি এখনও কার্যক্রম শুরু করেনি।

দেশে বর্তমানে ৫৭টি বাণিজ্যিক ব্যাংক কার্যক্রম চালাচ্ছে। নতুন চারটি যুক্ত হলে এই সংখ্যা দাঁড়াবে ৬১টিতে। উল্লেখ্য, নতুন ব্যাংকের লাইসেন্স বাংলাদেশ ব্যাংক অর্ডার ও ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, ব্যাংকের লাইসেন্স দেওয়ার পুরোপুরি এখতিয়ার বাংলাদেশ ব্যাংকের হাতে।

Exit mobile version