নতুন পন্য

আসছে স্বল্পমূল্যের ওয়ান প্লাস এক্স২

By Baadshah

February 13, 2018

চলতি বছর আরও একটি স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করছে চীনের প্রিমিয়াম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ওয়ান প্লাস। জানা গেছে, ওয়ান প্লাস এক্স২ মডেলের এই মিড রেঞ্জের স্মার্টফোনটি চলতি মাসেই বাজারে আসতে পারে। ওয়ান প্লাসের এই স্মার্টফোনে থাকতে পারে ৫ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লে, অক্টাকোর স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপসেট। এতে আরও থাকতে পারে ৪ গিগাবাইট র‍্যাম, ৩২ বা ৬৪ গিগাবাইট ইন্টার্নাল স্টোরেজ, ১৬ এমপি রিয়ার ক্যামেরা, ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট বিজিআর জানিয়েছে, এই স্মার্টফোনটি মূলত ভারতের বাজারকে লক্ষ্য করে তৈরি করা হচ্ছে। আশা করছে ফোনটি ভারতের বাজারে বিক্রি হবে ১৫ হাজার থেকে ১৭ হাজার রূপি।