আসুসের নতুন ফ্ল্যাগশিপ জেনফোন ৫জেড। ফোনটি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে উন্মোচন করা হয়েছে। আগামী মার্চ থেকে ফোনটি বাজারে পাওয়া যাবে। ফোনটির দাম শুরু হচ্ছে ৪৫৯ ডলার থেকে।ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর। এছাড়াও থাকছে ৪, ৬ অথবা ৮ গিগাবাইট র্যাম, ৬৪, ১২৮ অথবা ২৫৬ গিগাবাইট স্টোরেজ। আইফোন ১০ এর মতো খাঁজকাটা ৬ দশমিক ২ ইঞ্চি সুপার আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করেছে আসুস, যার রেজুলেশন ২২৪৬ x ১০৮০ পিক্সেল আর অনুপাত ১৯:৯। ফলে আসুস জেনফোন ৫জেড এর ডিসপ্লে বাজারে থাকা সব ফোনের চেয়ে বেশ কিছুটা লম্বাটে।ডুয়াল ব্যাক ক্যামেরার একটি ১২ মেগাপিক্সেলর আর অপরটি ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল। মূল ক্যামেরার অ্যাপার্চার এফ/১.৮, রয়েছে অপটিক্যাল স্ট্যাবিলাইজেশন। সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।জেনফোন ৫জেড এর ব্যাটারি ৩৩০০ এমএএইচ ধারণক্ষমতার হলেও দীর্ঘ ব্যাকআপ আর দ্রুত চার্জিংয়ের জন্য আসুস এআই প্রযুক্তি ব্যবহার করেছে। ফোনটিতে রয়েছে প্রজেক্ট ট্রেবল সমর্থিত অ্যান্ড্রয়েড ৮ ওরিও অপারেটিং সিস্টেম, যার ইন্টারফেইস জেনইউআই ৫।ফোনটির পেছনে রয়েছে ফিংগারপ্রিন্ট সেন্সর, তবে ফেইস আনলক থাকছে কিনা জানা যায়নি। প্রয়োজনে মেমরি কার্ড ব্যবহারের সুবিধা রয়েছে।মিডনাইট ব্লু আর মিটিয়র সিলভার দুটি রঙে পাওয়া যাবে আসুস জেনফোন ৫জেড। আসুস মূলত ওয়ানপ্লাস আর শাওমির ফ্লাগশিপকেই লক্ষ্য করে তৈরি করেছে ফোনটি।