জনপ্রিয়

আসুস ফোরকে স্ক্রিনের ল্যাপটপ আনলো

By Baadshah

October 06, 2020

নতুন ঘরানার ল্যাপটপ বাজারে এনে চমক দেখালো আসুস। টু-ইন-ওয়ান ল্যাপটপটিতে আছে ফোরকে ওএলইডি ডিসপ্লে প্যানেল। এর নাম দেয়া হয়েছে ‘জেনবুক ফ্লিপ এস’। জানা গেছে, ল্যাপটপে রয়েছে টাচ স্ক্রিন ডিসপ্লে; যেটির রেজুলেশন ৩৮৪০ বাই ২১৬০ পিক্সেল। এছাড়া এতে আছে ইন্টেলের ১১ প্রজন্মের প্রসেসর টাইগার লেক ইন্টেল কোর আই৭, ১৬ জিবি র‍্যাম, ১ টেরাবাইট এসএসডি স্টোরেজ।

এতে থাকবে ৬৭ ওয়াটের ব্যাটারি। ব্যাটারিটি ৬০ শতাংশ চার্জ হবে সাড়ে ৫৪ মিনিটে। ফোরকে রেজুলেশনের স্ক্রিন সেট করলে ব্যাটারি ব্যাকআপ মিলবে ৫ ঘণ্টার বেশি। এতে কোনো মাইক্রোএসডি স্লট নেই।ওয়েবক্যামেরার রেজুলেশন ৭২০ পিক্সেল। সহজে লগ ইন করতে ওয়েবক্যামটির আইআর প্রযুক্তি উইন্ডোজ হ্যালো ফেইস রিকগনিশন সাপোর্ট করবে।

ল্যাপটপটির দাম ধরা হয়েছে ১৪৪৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ২১ হাজার ৭১৬ টাকা)।