TechJano

আসছে তালপাতা ল্যাপটপ, দাম কত হবে?

দেশের বাজারে শিগগির আসছে তালপাতা ল্যাপটপ। দাম হবে দশ হাজার টাকার নিচে। ডাটাসফট নামের প্রতিষ্ঠান ওই ল্যাপটপ তৈরি করছে।
লেখালেখির ইতিহাসে তালপাতার ব্যবহারের কথা স্মরণ করে ‘তালপাতা’ নামে ল্যাপটপ কম্পিউটার তৈরি করছে ডাটাসফট। তালপাতা ক, ব এবং প নামের তিন ধরনের ল্যাপটপ ও কম্পিউটার বাজারজাত করবে প্রতিষ্ঠানটি।

তালপাতা ক দেশের কম বয়সী শিক্ষার্থীদের জন্য তৈরি করা হবে, বিশেষত গ্রামাঞ্চলের জন্য। ল্যাপটপটি হাত থেকে পড়ে গেলেও যাতে না ভাঙে সেভাবে তৈরি। শিক্ষার্থীদের প্রয়োজনীয় ডিজিটাল শিক্ষা উপকরণ থাকবে এতে। এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের প্রক্রিয়া চলছে।

তালপাতা ব ল্যাপটপটি ভারী কাজের জন্য তৈরি করা হচ্ছে। অফিস বা পেশাদারি কাজে ব্যবহার করা যাবে ল্যাপটপটি। তবে তালপাতা ‘প’ খানিকটা ভিন্ন। ছোট আকৃতির জন্য একে পকেট পিসিও বলা হয়। আকারে স্মার্টফোনের চেয়েও ছোট। যেকোনো মনিটর বা স্মার্টটিভিতে ইউএসবি বা এইচডিএমআই পোর্টের মাধ্যমে যুক্ত করে এটি ব্যবহার করা যাবে একটি পূর্ণাঙ্গ কম্পিউটার হিসেবে।

Exit mobile version