প্রযুক্তি বিশ্ব

ইংরেজি শেখাবে এআই রোবট!

By Baadshah

August 20, 2018

জাপানে শিশুদের ইংরেজি বলার দক্ষতা বাড়াতে শ্রেণিকক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট ব্যবহারের পরিকল্পনা করছে দেশটির সরকার। ইংরেজিতে কথা বলার দক্ষতার দিক থেকে বিশ্বের সবচেয়ে খারাপ অবস্থায় থাকা দেশগুলোর মধ্যে একটি জাপান। তাই দক্ষতা বাড়াতে এআই রোবট ব্যবহারের উদ্যোগ নিয়েছে দেশটি– খবর আইএএনএস-এর।

২০১৯ সালের এপ্রিল মাসে এই প্রকল্প চালু করবে জাপান সরকার। এর আগে একটি পাইলট প্রকল্প চালানো হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।প্রাথমিক পর্যায়ে দেশজুড়ে ৫০০টি স্কুলে এই রোবট আনা হবে। দুই বছরের মধ্যে প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়নের লক্ষ্য রয়েছে দেশটির।

প্রকল্পের আওতায় কিছু শিক্ষামূলক অ্যাপও থাকবে। আর অনলাইনে ইংরেজিতে কথোপকথন চালানোর ব্যবস্থাও থাকবে এতে। টোকিওতে ২০২০ সামার অলিম্পিকস-এ পর্যটক আসার আগে ইংরেজিতে দক্ষতা বাড়ানোর লক্ষ্য নিয়েছে জাপান সরকার।

ইএফ ইংলিশ প্রফিসিয়েন্সি ইনডেক্স-এর তথ্যানুসারে ইংরেজিতে দক্ষতার দিক থেকে বর্তমানে ৮০টি দেশের মধ্যে জাপানের অবস্থান ৩৭।সর্বশেষ টোফ্‌ল তথ্যানুসারে, এশিয়ান দেশগুলোর মধ্যে সবচেয়ে বাজে স্কোর জাপানের পরীক্ষার্থীদের। বিশেষ করে ইংরেজিতে কথা বলার দিক থেকে তাদের স্কোর বেশি খারাপ।