মার্কিন যুক্তরাষ্ট্রের ইমোশন রিকগনেশন টেকনোলজি প্রতিষ্ঠান “এফেক্টিভা” গতকাল যানবাহনে গাড়ির চালকদের জন্যে তাদের উদ্ভাবিত আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্ট(এআই) সার্ভিসের যাত্রা শুরুর ঘোষণা দিয়েছে। এমআইটি’র মিডিয়া ল্যাবে যে প্রতিষ্ঠানের জন্ম , সে প্রতিষ্ঠান ২১ মার্চ,২০১৮ সালে ট্রান্সপোর্ট সিস্টেমে চালকদের জন্যে স্বয়ংক্রিয় ‘ইউজার ইমোশনাল রেসপন্স ট্র্যাকার’ নিয়ে আসে । এর মাধ্যমে গাড়ি চালকের আবেগ, অনুভূতি প্রকাশের সব বিষয় ট্র্যাকিং করা সম্ভব। একটা ইমোশনাল প্রোফাইল তৈরি হবে স্মার্ট স্পিকার, ভিডিও ক্যামেরা এবং কথাবার্তার বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে এ প্রযুক্তিতে । এটি ২০০৯ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানির উদ্ভাবিত তৃতীয় সেবা। প্রতিষ্ঠাতা Rana el Kaliouby এবং Rosalind Picard ।“এফেক্টিভা” এআই(আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্ট) অ্যাসিস্ট্যান্ট এবং সোশ্যাল রোবট উদ্ভাবানকারীদের জন্যে একটি ভয়েজ অ্যানালাইসিস টুল চালু করে , যার কম্পিউটিং সার্ভিস ২০১০ সালে মার্কেটার এবং বিজ্ঞাপনদাতাদের জন্যে সহজলভ্য হয় । “এফেক্টিভা” গত ১৮ মাস ধরে ওইএমএস, অটোলিভ এর মতন ভেহিকল সেফটি সিস্টেম এবং রবোট্যাক্সি নিয়ে কাজ করছে । যানবাহনের মধ্যে তারা RGB ক্যামেরা ব্যবহার করবে । আধা- স্ব-নিয়ন্ত্রিত যানবাহনের ক্ষেত্রে “এফেক্টিভা”গাড়ি চালকের নিরাপত্তা ও সুবিধা পর্যবেক্ষণের প্রতি অধিক গুরুত্ব দিচ্ছে । উৎস: ভেঞ্চারবিট লেখক: নাজমুল হাসান মজুমদার