প্রযুক্তি খবর

ইউটিউবের বিল্ট-ইন ম্যাসেজিং ফিচার বন্ধ

By Baadshah

August 22, 2019

ইউটিউবের বিল্ট-ইন ম্যাসেজিং ফিচার বন্ধ হয়ে যাচ্ছে। ১৮ সেপ্টেম্বরের পর ফিচারটি আর ব্যবহার করা যাবে না।

ওয়েব সংস্করণের পাশাপাশি ইউটিউবের অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্ম থেকেও ম্যাসেজিং ফিচারটি সরিয়ে নেওয়া হবে।

গুগলের সাপোর্ট পেইজে জানানো হয়েছে, দুই বছর আগে ইউটিউবে ডাইরেক্ট ম্যাসেজিংয়ের সুবিধা চালু হয়। কিসে বেশি অগ্রাধিকার দেওয়া হবে তা প্রতিনিয়ত পুনর্মূল্যায়ন করে ইউটিউব। এই পুনর্মূল্যায়নের ফলেই তারা ম্যাসেজিং ফিচারটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ ব্যবহারকারীদেরকে আলোচনার সুযোগ দিতে পোস্ট, কমেন্ট ও স্টোরিজ আপডেটে বেশি গুরুত্ব দেবে তারা।

সংবাদ মাধ্যম ইউবারগিজমোর মতে, ম্যাসেজিং অ্যাপের কমতি নেই এখন। তাই ইউটিউবের ম্যাসেজ ফিচার খুব একটা জনপ্রিয়তা পায়নি। ব্যবহারকারীরা যে ম্যাসেজিং অ্যাপ চালিয়ে বেশি অভ্যস্ত সেটাই ব্যবহার করে। ভিডিও লিংক শেয়ারের জন্য আলাদা করে ম্যাসেজ চালাচালির ফিচারটি তাই জনপ্রিয় হয়নি।

ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা বন্ধুদের সঙ্গে ভিডিও লিঙ্ক আদান প্রদান করতে পারে। এককভাবে বা গ্রুপে চ্যাট করার যায় এতে।

মোবাইল অ্যাপে ম্যাসেজেস ফিচারটি চালু করা হয় ২০১৭ সালের আগস্টে। ওয়েব সংস্করণের জন্য ফিচারটি উন্মুক্ত করা হয় ২০১৮ সালের ২৫ মে।