টিপস ও টিউটোরিয়াল

ইউটিউবে ভিডিও চুরি বন্ধের উপায়

By Baadshah

July 14, 2018

ভিডিও চুরির দিন শেষ। এখন ভিডিও আপলোড করলে ইউটিউব তা আর কারও ভিডিওর সঙ্গে মিলছে কিনা তা পরীক্ষা করবে। অর্থাৎ, কেউ চাইলেই আর কারও ভিডিও মেরে দিয়ে নিজের বলে চালাতে পারবে না।

ভিডিও চুরি ঠেকাতে ‘কপিরাইট ম্যাচ টুল’ Copyright Match Tool আনল ইউটিউব। ইউটিউব তাদের ব্লগে লিখেছে, এখন থেকে ভিডিও স্ক্যান করে দেখা হবে। নতুন ভিডিও আপলোড করলে তা স্ক্যান করে কারও কপিরাইট ভিডিওর সঙ্গে মিলছে কিনা দেখা হবে। মিলে গেলে নোটিফিকেশন দেখানো হবে। প্রকৃত ভিডিওর মালিককে জানিয়ে দেওয়া হবে।

একই রকম ভিডিও হয়ে গেলে আসল ভিডিও নির্মাতা তখন নকল ভিডিও নির্মাতার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এমনকি ইউটিউব কর্তৃপক্ষকে বলে ভিডিও বন্ধ করে দিতে পারবেন। অবৈধভাবে কনটেন্ট রি–আপলোড করা ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে এটি পরীক্ষামূলকভাবে চালানো হয়। এবারে এক লাখ সাবসক্রাইবার থাকা ইউটিউব চ্যানেলগুলোর জন্য এ সুবিধা চালু হচ্ছে। পরে সবার জন্য এটি চালু হবে।

একে শক্তিশালী ফিচার বলছে ইউটিউব। চুরি বন্ধ করা মানে দারুণ এক সুযোগ। ইউটিউব ধন্যবাদ পেতেই পারে।