ট্রেন্ডিং

ইউটিউব চ্যানেল খুললে কর দিতে হবে

By Baadshah

December 03, 2019

বাণিজ্যিকভাবে পরিচালিত ব্যক্তিগত ইউটিউব চ্যানেল করের আওতায় আসবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

সোমবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে প্রেস ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী একথা জানান।

মন্ত্রী বলেন, ‘মোবাইল কোম্পানিগুলো নানা ধরনের ভিডিও কনটেন্ট আপলোড করে। তারা ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছাড়ছে আবার সেখানে বিজ্ঞাপনও নিচ্ছে। তারা সেখানে ব্যবসা করছে। এটির লাইসেন্স তাদের দেয়া হয়নি। তাদের মোবাইল নেটওয়ার্ক পরিচালনার লাইসেন্স দেয়া হয়েছে।’

মোবাইল কোম্পানিগুলোর এ কার্যক্রম বন্ধের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে চিঠি দেয়া হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য আমরা বলেছি। আমরা আন্তঃমন্ত্রণালয় বৈঠকেও বিষয়টি আলোচনা করেছি। এটিও শৃঙ্খলার মধ্যে আনতে আমরা বদ্ধপরিকর। কারণ, এভাবে যে কেউ চাইলেই যে কোনো কিছু লাইসেন্সবিহীন করতে পারে না।’

অনেকে ব্যক্তিগতভাবে ইউটিউব চ্যানেল খুলছেন, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে হাছান মাহমুদ বলেন, ‘বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়া যে কেউ ফেসবুকের মতো পারসোনাল ইউটিউব চ্যানেল খুলতে পারবেন।’

তিনি বলেন, ‘আমরা ফেসবুক, ইউটিউব সবার সঙ্গে আলোচনা করেছি, তাদের মাধ্যম ব্যবহার করে যে ব্যবসা হচ্ছে, বিজ্ঞাপন যাচ্ছে, সেগুলোতে ভ্যাট আরোপ করার জন্য তাদের সঙ্গে কথা বলেছি। আমরা এনবিআরের সঙ্গেও কথা বলেছি।’