Police officers congregate in a parking lot near YouTube headquarters in San Bruno, Calif. on Tuesday, April 3, 2018, after a shooting took place. (Randy Vazquez/Bay Area News Group)

প্রযুক্তি বিশ্ব

ইউটিউব সদর দপ্তরে গোলাগুলি, সন্দেহভাজন নারী হামলাকারী নিহত

By Baadshah

April 04, 2018

বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবের মার্কিন যুক্তরাষ্ট্রের সদর দপ্তরে গোলাগুলির ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, এতে সন্দেহভাজন একজন নারী বন্দুক নিয়ে হামলা চালায়। পরে ওই নারী বন্দুকধারীকে নিহত অবস্থায় পাওয়া যায়।। সে নিজের গুলিতেই মারা গেছে বলে পুলিশ বলছে।পরে ওই নারী বন্দুকধারীকে নিহত অবস্থায় পাওয়া যায়। সে নিজের গুলিতেই মারা গেছে বলে পুলিশ বলছে।

গুলিতে অন্তত তিনজন আহত হয়েছে, যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সান ব্রুনো কার্যালয়ে হঠাৎ করে গোলাগুলির শব্দ শুনে প্রতিষ্ঠানটির কর্মীরা দিগ্বিদিক পালাতে শুরু করে।

এরপর পুলিশ সদর দপ্তরের চারদিকে অবস্থান নেয়।এরপর পুলিশ সদর দপ্তরের চারদিকে অবস্থান নেয়। বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে, যদিও তাদের অবস্থা সম্পর্কে জানা যায়নি।

ইউটিউবের মালিক প্রতিষ্ঠান গুগল জানিয়েছে, ইউটিউব কার্যালয়ে গোলাগুলির খবর পেয়ে তারা একটি তদন্ত শুরু করেছে। ইউটিউবের কার্যালয়ে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স যেতে দেখা গেছে। মানুষজনকে ওই এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। ভবন থেকে দ্রুত পালাতে গিয়েও অনেকে আহত হয়েছে।

স্থানীয় টেলিভিশনের ছবিতে দেখা যাচ্ছে যে, অনেকে বিভিন্ন ভবন থেকে মাথার ওপর হাত উঁচু করে বেরিয়ে আসছে। ইউটিউবের ওই কার্যালয়ে ১ হাজার ৭০০ জন কর্মী কাজ করেন। গুগলের মালিকানায় থাকা ইউটিউব ওই অঞ্চলের সবচেয়ে বড় নিয়োগদাতা প্রতিষ্ঠান।

তথ্যসূত্র: বিবিসি বাংলা