ইভেন্ট

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো বিপ্রপার্টি ক্যারিয়ার কার্নিভাল

By Baadshah

August 29, 2019

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ক্যাম্পাসে ২৪ থেকে ২৫ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে দুইদিনব্যাপী ক্যারিয়ার কার্নিভাল। দেশের রিয়েল এস্টেট খাতের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস বিপ্রপার্টি ডটকম এই খাতের জন্য সম্ভাব্য প্রতিভাবান প্রার্থীদের খুঁজে বের করার লক্ষ্যে এই ইভেন্টের আয়োজন করে।

ঢাকার মাদানী এভিনিউ’তে অবস্থিত ইউআইইউ ক্যাম্পাস প্রাঙ্গনে কার্নিভাল চলাকালীন অনলাইন রেজিস্ট্রেশন ও সেমিনারের জন্য বিপ্রপার্টি একটি বুথ স্থাপন করে। রিয়েল এস্টেট খাতের বিভিন্ন বিষয়ে উপস্থাপনা’সহ বেশ কয়েকটি সেশন এই কার্নিভালের অন্তর্ভুক্ত ছিল। সেমিনারে বিপ্রপার্টির ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার কাজী সাখাওয়াত হোসেন উপস্থাপনা করেন ইএমপিজি এন্ড বিপ্রপার্টি ডটকম লিমিটেড বিষয়ে; প্রজেক্ট ম্যানেজার অ্যান্ডি রোজারিও বাংলাদেশে প্রপ-টেক ইন্ডাস্ট্রি’র ভবিষ্যৎ এবং মানবসম্পদ বিভাগের প্রধান রেজাউল হাসান শরীফ ‘ক্যারিয়ার প্ল্যানিং এন্ড প্রিপারেশন – স্টেপস টুয়ার্ড সাকসেস’ বিষয়ে নিজেদের উপস্থাপনা করেন।

এছাড়া সেমিনারে প্রশ্নোত্তর পর্বও ছিল। একটি নিয়োগ পরীক্ষা নেবার পর বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধির হাতে একটি ক্রেস্ট তুলে দেয়া হয়। সমাপনী অনুষ্ঠানে কাজী সাখাওয়াত হোসেন বিপ্রপার্টি ডটকম লিমিটেডে ক্যারিয়ার অপরচুনিটি অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ে বক্তৃতা দেন।

বিপ্রপার্টির প্রধান মানবসম্পদ কর্মকর্তা রেজাউল হাসান শরীফ বলেন, “আমাদের প্রতিষ্ঠানের ক্রমবর্ধমান প্রয়োজন মেটাতে এবং আরো মেধাবী মানবসম্পদ খুঁজে বের করার লক্ষ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’তে আমরা বিপ্রপার্টি ক্যারিয়ার কার্নিভালের আয়োজন করেছি। মেধাবী তরুণদের নিয়োগ দিতে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও আমাদের এ ধরনের ক্যারিয়ার কার্নিভাল আয়োজনের পরিকল্পনা আছে। আমরা দেশের তরুণদের জন্য আরও বেশি চাকরির সুযোগ সৃষ্টি করতে চাই, যাতে মেধাবী তরুণরা দেশের রিয়েল এস্টেট খাতে অবদান রাখতে পারে।’