ক্যারিয়ার

ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের আয়োজনে এমসিডি প্রোগ্রামের নতুন ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

By Sajia Afrin

March 10, 2025

মোনাশ কলেজ ডিপ্লোমা (এমসিডি) প্রোগ্রামের নতুন ব্যাচের শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠান আয়োজন করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। এমসিডি প্রোগ্রামের মাধ্যমে এ লেভেল ও এইচএসসি শিক্ষার্থীরা সরাসরি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মোনাশ বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রির দ্বিতীয় বর্ষে ভর্তি হতে পারবেন।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন ইউসিবিডি’র অ্যাকাডেমিক অ্যাফেয়ার্সের ডিন অধ্যাপক মুহাম্মদ ইসমাইল হোসেন। নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের স্বাগত জানিয়ে তিনি বলেন, “আমরা ২০২৫ সালের প্রথম এমসিডি ব্যাচকে ইউসিবিডি ও মোনাশ বিশ্ববিদ্যালয় কমিউনিটিতে স্বাগত জানাতে পেরে আনন্দিত। শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণে অস্ট্রেলিয়া বা মালয়েশিয়া যাওয়ার আগে আগামী নয় মাসের মধ্যে তাদের মোনাশ ডিগ্রির প্রথম বর্ষ সম্পন্ন করবেন।”

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোনাশ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ প্রতিনিধি আজরা করিম এবং ইন্টারন্যাশনলা রিক্রুটমেন্ট ও ডেভেলপমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ ড্যানিয়েল লুম। এমসিডি প্রোগ্রামের সুযোগ নিয়ে আজরা করিম শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে বলেন, “উচ্চশিক্ষা গ্রহণে এমসিডি শিক্ষার্থীদের জন্য চমৎকার একটি সুযোগ।

এ প্রোগ্রামের মাধ্যমে তারা দেশে বসেই প্রথম বর্ষ সম্পন্ন করতে পারবেন। এছাড়া, এ প্রোগ্রামের মাধ্যমে এইচএসসি শিক্ষার্থীদের জন্য এক শিক্ষাবর্ষ সঞ্চয় হবে। এ প্রোগ্রামে মোনাশসহ বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে সফল হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা হবে।”

ওরিয়েন্টেশনে এমসিডি প্রোগ্রামের বিস্তারিত উপস্থাপন করেন এমসিডি’র ইউসিবিডি প্রোগ্রামর কো-অর্ডিনেটর ড. সাদিয়া আফরিন। তিনি প্রোগ্রামের কাঠামো, মোনাশ স্বীকৃত ফ্যাকাল্টিদের দ্বারা পরিচালিত পাঠদান প্রক্রিয়া, ইউসিবিডি’র অ্যাকাডেমিক নীতিমালা, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস) ও মোনাশের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের জানান।

এ প্রোগ্রাম তাদের শিক্ষা অর্জনে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তিনি উল্লেখ করেন। । উল্লেখ্য, ২০২৪ সালের প্রতিটি ব্যাচের শিক্ষার্থীরা ৯৯ শতাংশ পাস রেট অর্জন করেছে।

ব্যবসা, প্রকৌশল ও তথ্য প্রযুক্তি নিয়ে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীরা এমসিডি প্রোগ্রামে ভর্তি হতে পারেন। এ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা বাংলাদেশে তাদের প্রথম বর্ষ সম্পন্ন করার পর মোনাশ বিশ্ববিদ্যালয়ের অস্ট্রেলিয়া বা মালয়েশিয়া ক্যাম্পাসে দ্বিতীয় বর্ষে যুক্ত হতে পারবেন। শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের শিক্ষা নিশ্চিতে এমসিডি প্রোগ্রাম আন্তর্জাতিক মানসম্পন্ন অনুষদ সদস্যদের তত্ত্বাবধানে পরিচালিত হয়। ২০২৫ সালের পরবর্তী এমসিডি ব্যাচের ভর্তি কার্যক্রম শুরু হবে জুন মাসে।

এমসিডি প্রোগ্রামে ভর্তি যোগ্যতা ও পাঠ্যক্রমসহ অন্যান্য তথ্য জানতে অনুগ্রহ করে ভিজিট করুন: https://ucbbd.org/admission/monash-college-diploma-programs-engineering-business-it/#fees