দেশ

ইউমিডিজির নতুন দুই স্মার্টফোন, প্রি বুকিংয়ে চলছে মূল্যছাড়

By Baadshah

June 05, 2018

দেশের বাজারে নতুন দুইটি মডেলের স্মার্টফোন উন্মুক্ত করেছে ইউমিডিজি। ‘এ ওয়ান প্রো’ ও ‘এস টু লাইট’ নামের ফোন দুটি সাশ্রয়ী ফোনের শ্রেণিতে পড়বে। এক বিজ্ঞপ্তিতে ইউমিডিজি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম ওবায়দুল্লাহ বলেন, গ্রাহকদের চাহিদার ওপর নির্ভর করে স্মার্টফোন দুটি বাজারে আনা হয়েছে। দুটি ফোনে রয়েছে ফোরজি সুবিধা।

ইউমিডিজি এ ওয়ান প্রো ফোনে রয়েছে ৫.৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে­ এবং ৪ডি কার্ভ গ্লাস বডি। ১.৫ গিগাহার্টজ মিডিয়াটেক কটেক্স-এ ৫৩ চিপসেটের প্রসেসর রয়েছে এতে। ৩ গিগাবাইট র‍্যামের পাশাপাশি এতে রয়েছে ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। চাইলে ব্যবহারকারীরা ২৫৬ গিগাবাইট পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। পেছনে রয়েছে ১৩ ও ৫ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা ও ফ্ল্যাশ। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ৮.১। ৩ হাজার ১৫০ মিলিঅ্যাম্পিয়ার ফোনটিতে রয়েছে ফাস্ট চার্জিং সুবিধা। এ ছাড়া ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ আছে ডুয়েল সিমে ফোনটিতে। ইউমিডিজি এ১ প্রো ফোনের মূল্য ১১ হাজার ৪৯০ টাকা।

ইউমিডিজি এস টু লাইট ফোনে রয়েছে ৬ ইঞ্চি ডিসপ্লে। ১.৫ গিগাহার্টজ অক্টাকোর মিডিয়াটেক এমটি ৬৭৫০টি প্রসেসরের চিপসেট রয়েছে এতে। ৪ গিগাবাইট র‍্যামের পাশাপাশি আছে ৩২ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। মিলবে মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা। ছবি তোলার জন্য পেছনে রয়েছে ১৬ ও ৫ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা আছে। অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড নোগাট ৭.০। ফোনটিতে রয়েছে ৫ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

ইউমিডিজি এস২ লাইট ফোনের মূল্য ১৫ হাজার ৯৯০ টাকা। তবে প্রিবুকিং দিলে মূল্যছাড়ে মিলবে ১৪ হাজার ৯৯০ টাকায়। ইউমিডিজি এ১ প্রো ফোনের মূল্য ১১ হাজার ৪৯০ টাকা। এটিও প্রিবুকিং দিলে মূল্যছাড়ে মিলবে ১০ হাজার ৪৯০ টাকায়। দুইটি ফোনের সঙ্গেই প্রিবুকিংয়ে মিলবে টিশার্ট, ব্যাককভার ও রিস্ট ব্যান্ড। দারাজ ডটকমের ঠিকানায় ও কিকসা ডটকমের এই ঠিকানায় গিয়ে প্রিঅর্ডার করা যাবে। বিস্তারিত জানতে পারবেন ইউমিজিডির ফেসবুক পেজ :https://www.facebook.com/UmidigiBangladesh/