টেলিকম

ইজিট্র্যাক্স লিমিটেড ও বাংলালিংক -এর চুক্তি স্বাক্ষর

By Baadshah

January 30, 2020

বাংলাদেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক আইকন ও প্রিয়জন গ্রাহকদের মোবিলিটি ও ট্র্যাকিং আইওটি ডিভাইস ও সার্ভিস ক্রয়ের ক্ষেত্রে ২৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্টের সুবিধা দিতে ইজিট্র্যাক্স লিমিটেড-এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে।

বাংলালিংক-এর মার্কেটিং বিভাগের হেড অব ইন্টারনেট অ্যান্ড হাই ভ্যালু সেগমেন্ট রফিক আহমেদ এবং ইজিট্র্যাক্স লিমিটেড-এর ডিরেক্টর ও সিইও আবুল বাশার মো. শরীফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর মার্কেটিং বিভাগের হাই ভ্যালু সেগমেন্ট সিনিয়র ম্যানেজার জাইন জামান এবং লয়্যালটি পার্টনারশিপ ম্যানেজার মো. সাজেদুর রহমান।

উক্ত চুক্তির আওতায় বাংলালিংক-এর আইকন ও প্রিয়জন প্লাটিনাম, গোল্ড এবং সিলভার গ্রাহকরা ইজিট্র্যাক্সের (www.easytrax.com.bd) যে কোনো মোবিলিটি ও ট্র্যাকিং আইওটি ডিভাইস ও সার্ভিসের উপর আকর্ষণীয় ডিসকাউন্ট উপভোগ করবেন। অফারটি উপভোগ করতে গ্রাহকদেরকে EASYTRAX টাইপ করে ২০১২ নম্বরে এসএমএস করতে হবে।

বাংলালিংক-এর মার্কেটিং বিভাগের হেড অব ইন্টারনেট অ্যান্ড হাই ভ্যালু সেগমেন্ট রফিক আহমেদ বলেন, “ইজিট্র্যাক্স লিমিটেডের সাথে চুক্তির মাধ্যমে বাংলালিংক আইকন এবং প্রিয়জন গ্রাহকদের এমন একটি আকর্ষণীয় সুযোগ দিতে পেরে আমরা আনন্দিত। গ্রাহকদের দৈনন্দিন জীবনে আইওটি ডিভাইস এবং সার্ভিসের ক্রমবর্ধমান গুরুত্ব বিবেচনা করে আমরা এই উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। আধুনিক ডিজিটাল সুবিধা ব্যবহারের মাধ্যমে যেসব গ্রাহক জীবনযাত্রার মানোন্নয়নে আগ্রহী তাদের জন্য এটি বিশেষ একটি সুযোগ।”  বাংলালিংক ভবিষ্যতেও গ্রাহকদের জন্য এ ধরনের বাড়তি সুবিধা নিয়ে আসবে।

বাংলালিংক সম্পর্কে:

বাংলালিংক দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে গ্রাহকদের জন্য ডিজিটাল দুনিয়ার অপার সম্ভাবনা উন্মোচনের লক্ষ্যে নিরন্তর কাজ করে যাচ্ছে। প্রযুক্তির মাধ্যমে জীবনযাত্রার পরিবর্তনে বিশ্বাসী বাংলালিংক ডিজিটাল যুগের চাহিদা পূরণে সক্ষম একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হওয়ার প্রচেষ্টায় নিয়োজিত। এটি নেদারল্যান্ডভিত্তিক সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠান ভিওন লিমিটেড-এর একটি সহযোগী প্রতিষ্ঠান, যা নাসডাক ও ইউরোনেক্সটের তালিকাভুক্ত।