TechJano

ইজিয়ার সেবা যাচ্ছে সব বিভাগে

এতদিন রাইড শেয়ারিং সার্ভিস ইজিয়ার শুধু ঢাকাতে ছিল, এবার যাবে বিভাগীয় শহরগুলোতে। আগামী মার্চ মাস থেকে এই রাইড শেয়ারিং সার্ভিস সেবাদাতা প্রতিষ্ঠান তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী এবং খুলনাসহ দেশের বড় শহরে।

ইজিয়ারের পরিচালক কামরুল হাসান ইমন বলেন, ‘এগিয়ে চলার পথে ইজিয়ার আছে জনসাধারনের সঙ্গে। শুধুমাত্র ঢাকা নয় দেশের সামগ্রিক উন্নয়নের জন্য পুরো দেশকে এগিয়ে যেতে হবে একসঙ্গে। এই বিশ্বাস থেকেই আমরা শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক সেবা না রেখে আমাদের পরিসেবাকে ছড়িয়ে দিতে চাই দেশব্যাপী।’

তিনি আরো বলেন, ‘রাইড শেয়ারিং সেবাকে জনসাধারণের দূরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য প্রাথমিকভাবে ইজিয়ার দেশের ৫০টি বড় শহরে শুরু করছে তাদের কার্যক্রম। ইজিয়ার বিশ্বাস করে সেবার পরিধি বাড়িয়ে দেশের সামগ্রিক উন্নয়ন এবং যোগাযোগ খাতে প্রত্যয়ী ভূমিকা রাখবে নতুন এই কর্ম পরিকল্পনায়।’

ঢাকার বাহিরের শহরগুলোতে যে কেউ যাত্রী সেবা দিতে চাইলে গুগল প্লে-স্টোর থেকে EZZYR DRIVE অ্যাপটি ডাউনলোড করে সম্পূর্ণ করে ফেলতে পারেন রেজিষ্ট্রেশন প্রক্রিয়াটি এবং যুক্ত হতে পারেন ইজিয়ারের সঙ্গে।

যাত্রী সাধারণ EZZYR অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে রাইড শেয়ারিং সেবা নিতে পারেন।

উল্লেখ্য যে, ইজিয়ার ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান। ইনোভেডিয়াস বেসিস এবং ই-ক্যাবের মেম্বার প্রতিষ্ঠান। ইনোভেডিয়াস মূলত সফটওয়্যার ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট এবং আইটিইএস পরামর্শদাতা প্রতিষ্ঠান হিসেবে সফলতার সঙ্গে কাজ করছে।

Exit mobile version