TechJano

ইদান পুরস্কার পাচ্ছেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ

Sir Fazle was born in 1936 in Bangladesh. He studied Accountancy in London, qualifying as a Cost Management Accountant in 1962. While he was working as a senior corporate executive at Pakistan Shell, the 1970 cyclone and 1971 Liberation War in Bangladesh dramatically changed the direction of his life. He left his job and moved to London, where he helped initiate Action Bangladesh and HELP Bangladesh in support of the Liberation War. Early in 1972, after the war was over, he returned to the newly-independent Bangladesh, finding the economy in ruins. The return of 10 million refugees, who had sought shelter in India during the war, called for urgent relief and rehabilitation efforts. Sir Fazle established BRAC to address the needs of refugees in a remote area of north-eastern Bangladesh, guided by a desire to help the poor develop their own capacity to better manage their lives. Today BRAC is one of the largest NGOs in the world, operating across eleven countries in Africa and Asia. Its primary objectives are to alleviate poverty and empower the poor. In 2018, for the third consecutive year, BRAC was ranked first among the world's top 500 NGOs by Geneva-based 'NGO Advisor' in terms of impact, innovation and sustainability. Sir Fazle has been honoured with numerous national and international awards for his achievements in leading BRAC, including the LEGO Prize (2018), Laudato Si' Award (2017), Jose Edgardo Campos Collaborative Leadership Award, South Asia Region (2016), Thomas Francis, Jr. Medal in Global Public Health (2016), World Food Prize (2015), Trust Women Hero Award (2014), Spanish Order of Civil Merit (2014), Leo Tolstoy International Gold Medal (2014), CEU Open Society Prize (2013), Inaugural WISE Prize for Education (2011), Entrepreneur for the World Award (2009), David Rockefeller Bridging Leadership Award (2008), Inaugural Clinton Global Citizen Award (2007), Henry R. Kravis Prize in Leadership (2007), Palli Karma Shahayak Foundation (PKSF) Award for li

শিক্ষাক্ষেত্রে বিশ্বে সবচেয়ে বড় আন্তর্জাতিক স্বীকৃতি ‘ইদান’ পুরস্কার পাচ্ছেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ার অ্যামেরিটাস স্যার ফজলে হাসান আবেদ। শিক্ষা উন্নয়নে যুগান্তকারী অবদান রাখায় তাকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার এ পুরস্কারের জন্য তাঁর নাম ঘোষণা করে হংকংভিত্তিক ইদান প্রাইজ ফাউন্ডেশন। ব্র্যাকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত প্রায় পাঁচ দশকে ব্র্যাকের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্কুলগুলোতে শিক্ষা নিয়েছে অন্তত ১ কোটি ২০ লাখ শিশু।

বর্তমানে বাংলাদেশ, উগান্ডা ও তানজানিয়ায় ব্র্যাকের অধীনে পরিচালিত হচ্ছে মোট ৬৫৬টি প্লে-ল্যাব যেখানে প্রতিদিন নানা কর্মকাণ্ডে অংশ নিচ্ছে অন্তত ১১ হাজার ৫শ শিশু। এছাড়াও, শরণার্থী শিশুরা যাতে শিক্ষার মাধ্যমে মানসিক ক্ষত কাঠিয়ে উঠতে পারে, সে উদ্দেশ্যে হিউম্যানিটারিয়ান প্লে-ল্যাব নামে একটি মডেল তৈরি করেছে ব্র্যাক ইন্সটিটিউট অফ এডুকেশনাল ডেভেলপমেন্ট।

আসছে ডিসেম্বরে হংকং-এ ইদান প্রাইজের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। সেখানে স্যার ফজলে হাসান আবেদকে একটি স্বর্ণপদক এবং পুরস্কারের অর্থমূল্য বাবদ ৩০ মিলিয়ন হংকং ডলার বা ৩৩ কোটি টাকা দেওয়া হবে। পুরস্কারের অর্থ নগদ এবং প্রকল্প তহবিল দুই ভাগে ভাগ করে দেওয়া হবে।

Exit mobile version