দেশ

ইনফোকম এবং সার্ক চেম্বার অফ কমার্স যৌথ আয়োজনে সম্মেলন

By Editor

July 27, 2019

ভারতের আনন্দবাজার পত্রিকা গ্রুপের প্রতিষ্ঠান ইনফোকম এবং সার্ক চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সার্ক সিসিআই) এর যৌথ আয়োজনে ঢাকার দ্যা ওয়েস্টিন হোটলে গতকাল ২৬ জুলাই শুরু হওয়া দুই দিনের ইনফোকম ঢাকা ২০১৯ সম্মেলন আজ শেষ হচ্ছে। ‘উইনিং ইন দিস ভুকা ওয়ার্ল্ড’ এই মূল প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া এই সম্মেলনের উদ্বোধনী দিনে ‘৫জি এজেন্ডা ফর ডিজিটাল বাংলাদেশ’ এবং ‘গুড টু গ্রেট ইউজিং ডিজিটাল!’ শীর্ষক দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। ‘৫জি এজেন্ডা ফর ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক প্যানেল আলোচনায় রবি আজিয়াটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় ৫জি বাস্তবায়নে বাংলাদেশের বর্তমান অবস্থান সম্পর্কে আলোচনা করেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল পেট্রিক ফোলি, এরিকসন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আবদুস সালাম, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি এর স্কুল অফ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন ড.রাকিবুল মোস্তাফা এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) কমিশনার (স্পেকট্রাম ম্যানেজমেন্ট) মোঃ আমিনুল হাসান। প্যানেল আলোচনায় বক্তারা ৫জি বাস্তবায়নে বাংলাদেশের অবস্থান সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

‘গুড টু গ্রেট ইউজিং ডিজিটাল!’ শীর্ষক আলোচনায় ঢাকা স্টক এ·চেঞ্জের ব্যবস্থাপনাপরিচালক কে এ এম মাজেদুর রহমান এর সঞ্চালনায় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনির্ভাসিট অফ প্রফেশনালস এর ফ্যাকাল্টি একেএম নজরুল হায়দার. দ্য ডেইলি স্টারের হেড অফ মার্কেটিং মোঃ তাজদিন হাসান, গ্রামীণফোন লিমিটেডের হেড অফআইওটি এন্ড আইসিটি ড. রিদুয়ান হাসান খান, সোনালী ব্যাংক লিমিটেডের চীফ টেকনোলজি অফিসার ওমর এফ খন্দকার, ব্র্যাক ব্যাংক লিমিটেডের চীফ ডিজিটাল অফিসার শ্যামল বি দাস এবং কমার্শিয়াল ব্যাংক অফ সিলনের হেড অফ আইটি ড. ইজাজুল হক।

আলোচকরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে কিভাবে সমাজে নতুন নতুন পরিবর্তন আসছে সেসব বিষয় তুলে ধরেন।

এর আগে ২৬ জুলাই বিকেলে প্রধান অতিথি হিসাবে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও রাখেন ইনফোকম এর প্রধান কে কে মাহাপাত্র এবং সার্ক সিসিআই এর কাউন্সিল ফর কমিউনিকেশন এন্ড আইটি এর চেয়ারম্যান সাফকাত হায়দার।

আজ ‘সাইবার রেসিলিয়েন্স- দ্যা নিউ নরমাল, দ্যা ফিউচার অফ ওয়ার্ক এন্ড স্কিলস ফর দ্যা ফোর্থ ইন্ড্রাসটিয়াল রেভ্যুলেশন এবং ক্রিয়েটিং এক কাস্টমার এ·পেরিয়েন্স’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

এবারের আয়োজনের পার্টনার হিসাবে আছে সিস্টার নিবেদিতা ইউনির্ভাসিটি, আর্নেস্ট এন্ড ইয়াং, আকামাই টেকনোলজিস, ক্রাউডস্ট্রাইক, স্মোকস্ক্রিন।