প্রযুক্তি খবর

ইনস্টাগ্রামে সংরক্ষিত ডেটা ডাউনলোড করতে চান?

By Baadshah

May 01, 2018

এখন ডেটা ডাউনলোড টুলের মাধ্যমে দেখে নেওয়া যাবে ব্যবহারকারীদের পোস্ট করা কোন তথ্যগুলো ইনস্টাগ্রাম সংগ্রহে রাখে।ইনস্টাগ্রামের যাবতীয় ডেটা সংরক্ষণের পাশাপাশি তারা ব্যবহারকারীদের ফোন কন্টাক্টসের তথ্যও নিয়ে থাকে। আপনার কী কী তথ্য ফটো শেয়ারিং অ্যাপটিতে সংরক্ষিত আছে তা ডেক্সটপ থেকে ডাউনলোড করে দেখতে নিচের কয়েকটি ধাপ অনুসরণ করুন:

ডেটা মেইল করার জন্য ইনস্টাগ্রাম থেকে ৪৮ ঘণ্টা সময় চাওয়া হবে। ডেটাগুলো একটি ডিপ ফাইল আকারে ডাউনলোড করা যাবে। এর ভেতরে থাকা ফটো, স্টোরিজ, ভিডিও ফাইলগুলো আলাদা আলাদা ফোল্ডারে দেওয়া থাকবে। এগুলোতে ক্লিক করলেই জেনে নেওয়া যাবে ইনস্টাগ্রাম আপনার সম্পর্কে কী কী তথ্য নিয়েছে।