TechJano

ইনস্টাগ্রাম পেজ ভেরিফায়েড কিভাবে করবেন?

ইনস্টাগ্রাম পেজ ভেরিফায়েড করার দারুণ সুযোগ এখন হাতের মুঠোয়। ভেরিফায়েড মানে একটি টিক চিহ্ন যা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নামের পাশে যুক্ত হবে। এর অর্থ হচ্ছে-ইনস্টাগ্রাম ওই অ্যাকাউন্ট সঠিক ব্যক্তি, সেলিব্রেটি বা ব্র্যান্ডের প্রতিনিধি হিসেবে নিশ্চিত করছে।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভেরিফাই করতে তিনটি সহজ ধাপ অনুসরণ করতে পারেন:

১. লগইন করে প্রোফাইলে গিয়ে ওপরের ডানদিকে থাকা তিন লাইনের বারটিতে চাপ দিন। (Login, go to your profile and tap)

২. সেখান থেকে স্ক্রিনের নিচের দিকে সেটিংস অপশনে যান। সেটিংস থেকে স্ক্রল করে নিচের দিকে গেলে রিকোয়েস্ট ভেরিফিকেশন অপশনটি পাবেন। (Go to Settings > Request Verification)

সেখানে আপনার পূর্ণ নাম লিখুন এবং ভেরিফিকেশনের জন্য ফটোই আইডি দিয়ে আবেদন করুন। এক্ষেত্রে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা সরকারের দেওয়া কোনো আইডিকার্ড ব্যবহার করতে হবে। এগুলো দিয়ে সাবমিট করলে তা পর্যালোচনা করবে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। (Enter your full name and submit a form of ID)

আবেদন করা মানেই পেজ ভেরিফায়েড হওয়ার বিষয়টি নিশ্চিত নয়। যদি আবেদন গ্রহণ করা বা বাতিল করা হয় তবে তা নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হবে।

Exit mobile version