Mostafajabbar

টেলিকম

ইন্টারনেটের দাম কমবে: মোস্তাফা জব্বার

By Baadshah

January 09, 2018

মোস্তাফা জব্বার এখন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী । তিনি ইন্টারনেটের দাম কমানোর আশ্বাস দিয়েছেন। মোস্তাফা জব্বার বলেছেন, সরকার যতো উদ্যোগ নিক না কেন ইন্টারনেটের গতি ও মূল্য সুলভ না করা পর্যন্ত ডিজিটাল বাংলাদেশ সফল হবে না।

মন্ত্রী বলেন, আমি মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর ১০০ দিনের কর্মসূচি গ্রহণ করেছি। এর প্রথমে রয়েছে ইন্টারনেটের দাম কমানো এবং ইন্টারনেটের আওতায় সবাইকে আনা। এছাড়া ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ক্যান্সারে আক্রান্ত। অন্ধ গলিতে আছে তথ্যপ্রযু্ক্তি বিভাগ।

আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।

মন্ত্রী আরো বলেন, ইন্টারনেট মানুষের মৌলিক অধিকার। ৭৮ হাজার টাকার ব্যান্ডউইথ সরকার ৬০০ টাকায় নিয়ে এসেছে। অথচ গ্রাহক সেই সুবিধা পায়নি। আমি চাই গ্রাহক ব্যান্ডউইথ প্যাকেজ পাক। কারণ অপারেটররা ব্যান্ডউইথ কেনে, ডাটা নয়।

আইসিটি মন্ত্রী আরও বলেন, পুশ এসএমএস বন্ধ ও গ্রাহকের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করার দায় রাষ্ট্রের। এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এসময় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সচিব সুবির কিশোর চৌধুরী উপস্থিত ছিলেন।