দেশ

ইন্টারনেট ও টিভি কেবল বন্ধ রাখার হুঁশিয়ারি সারা দেশে

By Baadshah

October 13, 2020

পাঁচ দফা দাবি না মানলে ১৮ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারা দেশের বাসাবাড়ি, অফিস ও ব্যাংকসহ সব পর্যায়ে ইন্টারনেট ডাটা কানেক্টিভিটি ও টিভি কেবল বন্ধ রাখার প্রতীকী কর্মসূচি ঘোষণা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রভাইডারস অব বাংলাদেশ (আইএসপিএবি) ও কেবল অপারেটরস অব বাংলাদেশ (কোয়াব)।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন থেকে যৌথভাবে এই ঘোষণা দেয় এই দুইটি সংগঠন। তাদের দাবিগুলো হচ্ছে, লাস্ট মাইল (এনটিটিএনের সরবরাহ পয়েন্ট থেকে ব্যবহারকারী পর্যন্ত পৌঁছানোর দূরত্ব) কেবলের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত কোনো ঝুলন্ত কেবল অপসারণ করা যাবে না।

আইএসপিএবি, কোয়াব, বিটিআরসি, এনটিটিএন এবং সিটি করপোরেশনের সমন্বয়ে লাস্ট মাইল কেবল স্থাপন করা হয়েছে কি না তা নিশ্চিত করতে একটি কমিটির মাধ্যমে সরেজমিন তদন্তের ব্যবস্থা করতে হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় দ্বারা বাসাবাড়ি, অফিস ও ব্যাংকসহ সব পর্যায়ে ইন্টারনেট ও কেবল টিভি সেবার মূল্য নির্ধারণ করতে হবে। গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ও কেবল টিভি সেবা স্বল্পমূল্যে দেওয়ার লক্ষ্যে এনটিটিএনের মূল্য সরকারকে নির্ধারণ করতে হবে।