দেশ

ইন্টারনেট গ্রাহকের সংখ্যা দেশে ১০ কোটি ছাড়ালো

By Baadshah

May 15, 2020

দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে বলে জানিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। একই সঙ্গে দেশের চার মোবাইল ফোন অপারেটরের মোট গ্রাহক সংখ্যাও দেশের মোট জনসংখ্যার প্রায় কাছাকাছি। বিটিআরসির মতে, দেশের মোবাইলের গ্রাহক সংখ্যা এখন সাড়ে ১৬ কোটিরও বেশি।

বৃহস্পতিবার (১৪ মে) বিটিআরসির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের মার্চ পর্যন্ত দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ১০ কোটি ৩২ লাখ ৫৩ হাজার। সংস্থাটির চেয়ারম্যান জহুরুল হক গণমাধ্যমকে জানান, ইন্টারনেট সেবার মান বৃদ্ধির সাথে সাথে গ্রাহকও বাড়ছে। এটি টেলিযোগাযোগ খাতের একটি সাফল্য।

মোবাইল ফোন নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করছেন ৯ কোটি ৫১ লাখ ৬৮ হাজার গ্রাহক। আর ইন্টারনেট সেবা-দাতা প্রতিষ্ঠান ও পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক পিএসটিএনের মাধ্যমে ইন্টারনেট গ্রাহক সংখ্যা ছাড়িয়েছে ৮০ লাখ ৮৪ হাজার, যা ফেব্রুয়ারির শেষ নাগাদ ছিল ৫৭ লাখ ৪৩ হাজার। গত এক মাসে এ খাতে গ্রাহক বেড়েছে ২২ লাখের বেশি।

বিটিআরসির তথ্যমতে, মার্চ মাস নাগাদ চারটি মোবাইল ফোন অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ১৬ কোটি ৫৩ লাখ ৩৭ হাজার। সাত কোটি ৫৩ লাখ ৩৩ হাজার গ্রাহক নিয়ে শীর্ষে রয়েছে গ্রামীণফোন। তাদের পরে রয়েছে রবি যাদের গ্রাহক সংখ্যা চার কোটি ৯৭ লাখ ১৮ হাজার। বাংলালিংকের গ্রাহক তিন কোটি ৫৩ লাখ ৭৩ হাজার এবং রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটকের গ্রাহক সংখ্যা ৪৯ লাখ ১৩ হাজার।