গেইম

ইন্টেলের সবচেয়ে দ্রুতগতির গেমিং প্রসেসর নির্মাণের দাবি

By Baadshah

May 07, 2020

ইন্টেলের দশম প্রজন্মের নতুন প্রসেসরে থাকছে ১০টি কোর। প্রসেসরটির সর্বোচ্চ গতি (স্পিড) হবে ৫.৩ গিগাহার্টজ পর্যন্ত। প্রযুক্তিবিষয়ক গণমাধ্যম উবার গিজমো জানায়, দশম প্রজন্মের প্রসেসরটির (কোর আই৯-১০৯০০কে) সাধারণ স্পিড থাকবে ৩.৭ গিগাহার্টজ, যা ৫.৩ গিগাহার্টজে উন্নীত করা যাবে।

আবার প্রযুক্তিবিষয়ক গণমাধ্যম ম্যাকরিউমার এও জানায়, প্রসেসরটিতে এমন কিছু চিপ দেওয়া হয়েছে যার কারণে আইম্যাকের জন্যও উপযোগী হবে এটি। ইন্টেলের দাবি, এই প্রসেসরটি বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির গেমিং প্রসেসর।

তবে এতো কিছুর পরেও ইন্টেলের এই প্রসেসরটিতে থাকছে মূলত ১৪ ন্যানোমিটার প্রসেস, যেখানে এএমডি’র প্রসেসরে ব্যবহার করা হয়েছে আরও উচ্চক্ষমতা সম্পন্ন ৭ ন্যানোমিটার প্রসেস। বাজারে ক্ষমতাধর হয়ে থাকতে হলে উচ্চক্ষমতার ক্লক স্পিড থাকা দরকার বলে মনে করছে সংবাদ মাধ্যমটি।

ইন্টেল কোর আই৯-১০৯০০কে মডেলের দশম প্রজন্মের এই প্রসেসরের দাম ৪৯০ ডলার। এ মাসেই এটি বাজারে ছাড়া হবে বলে জানা গেছে।