প্রডাক্ট রিভিউ

ইপসন ব্রান্ডের WXGA প্রজেক্টর বাজারে

By Baadshah

February 27, 2020

বিভিন্ন কর্পোরেট মিটিং, সভা, সেমিনার, ওয়ার্কশপ এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বেশ কার্যকরী একটি প্রজেক্টর হচ্ছে বিশ্বখ্যাত EPSON ব্র্যান্ডের EB-W05 মডেলের 3LCD টেকনোলজির প্রজেক্টর । এটিতে ব্যবহৃত হয়েছে WXGA (১২৮০*৮০০ পিক্সেল) রেজুলেশন, ১৬:১০ এস্পেক্ট রেশিও এবং ব্রাইটনেস ৩৩০০ লুমেন্স।

প্রজেক্টরটির হোম স্ক্রিন এতটাই ইউজার ফ্রেন্ডলি যে এতে ব্যবহৃত সমস্ত ফাংশন চাইলে একসাথে নিয়ন্ত্রন করতে পারবেন। এটির অন্যান্য ফিচার হিসেবে রয়েছে কীস্টোন ¯œাইডার, ইকো-মোডে ১০,০০০ ঘন্টা ল্যাম্প লাইফ, বিল্ট ইন অডিও স্পিকার সহ সরাসরি পাওয়ার অন-অফ এর সুবিধা। পণ্যটিতে ২ বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বিস্তারিতঃ ০১৭৯৯-৯৮৬৮৮৫।