এডিটরের বাছাই

ইফফাত জাহান এশার নামে ভুয়া ১৭ ফেসবুক আইডি! বন্ধ করতে ব্যবস্থা

By Baadshah

April 23, 2018

ইফফাত জাহান এশার নাম শুনেছেন নিশ্চয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশা। তাঁর নামে ১৭ টি ভুয়া ফেইসবুক আইডি পেয়েছে বিটিআরসি। এসব ভুয়া আইডি থেকে নানা কথা ছড়ানো হচ্ছিল। এসব ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করতে ব্যবস্থা নিচ্ছে বিটিআরসি। ইফফাত জাহান এশা নামে খোলা এসব ভুয়া আইডি বন্ধে ফেসবুক কর্তৃপক্ষকে অনুরোধ করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। ইফফাত জাহান এশা কোটা সংস্কার আন্দোলনের সময় আলোচিত হন। আন্দোলনের সময় ১০ এপ্রিল রাতে ছাত্রলীগ নেত্রী এশার বিরুদ্ধে কবি সুফিয়া কামাল হলের ছাত্রীরা বিক্ষোভ শুরু করেন। ওই দিন রাতেই এশাকে বহিষ্কার করে ছাত্রলীগ। এশার বিরুদ্ধে হলের ছাত্রীরা তখন অভিযোগ করেছিলেন, ‌ধারাবাহিকভাবে আন্দোলনকারীদের নির্যাতন চালিয়ে আসছিলেন তিনি। পরে এশার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ না পাওয়ায় পদ ফিরে পান এশা। ইফফাত জাহান এশার বিরুদ্ধে বহিস্কারাদেশ তুলে নিয়েছে বিশ্ববিদ্যালয়।