ই-কমার্স

ইভ্যালির ত্রিপক্ষীয় চুক্তি করার আবেদন

By Baadshah

August 13, 2021

ইকমার্স প্রতিষ্ঠান, পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান এবং ব্যাংক বা মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান—এ তিন পক্ষের মধ্যে যাতে চুক্তি হতে পারে, সে জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন চেয়েছে ইভ্যালি।

ইভ্যালি গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে এ বিষয়ে একটি আবেদন করেছে। বলেছে, ‘ত্রিপক্ষীয় চুক্তি হলে সব ধরনের অনাস্থার জায়গাটি সমাধান করা সম্ভব। এই চুক্তির ফলে পণ্য সরবরাহকারীরা গেটওয়ে থেকে টাকা পাওয়ার নিশ্চয়তা পেলে পণ্য সরবরাহ করতে আগ্রহী হবে। এই চুক্তি প্রক্রিয়া অনুমোদন করা হলে গ্রাহকেরাও ইকমার্সে অনেক বেশি আগ্রহী হবেন।’

ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল গতকাল বলেন, ‘ইকমার্স ব্যবসায়ের সম্প্রসারণের স্বার্থে আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে ত্রিপক্ষীয় চুক্তির অনুমোদন চেয়ে আবেদন করেছি। আর বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠির জবাব আমরা যথাসময়ে দেব।