নতুন অগমেন্টেড রিয়েলিটি গেইম সবার জন্য উন্মুক্ত করেছে গুগল। যারা খেলবেন তাদেরকে দেয়া হবে একটি ইমোজি, বাস্তব দুনিয়ায় সেটি খুঁজে বের করতে হবে। সেটি ফোনের ক্যামেরার সামনে হাজির করলেই তা স্ক্যান করে চিনে নেবে গুগল, দেয়া হবে আরও একটি ইমোজি।
মজার বিষয় হচ্ছে, ডাউনলোড না করেই সরাসরি ব্রাউজারে খেলা যাবে ইমোজি হান্ট। তাই খেলার জন্য প্রয়োজন হবে ইন্টারনেট সংযোগ। বিশেষ করে ক্যামেরা থেকে লাইভ তথ্য গুগলের সার্ভারে পৌঁছানোর জন্য বেশ ভালো পরিমাণ স্পিড ও ডেটার প্রয়োজন হবে। ইমোজি হান্টের পেছনে আছে গুগলের অত্যন্ত শক্তিশালী এআই।
ক্যামেরার সামনে থাকা বেশিরভাগ জিনিসপত্র দ্রুত শনাক্ত করতে সক্ষম। এআই যাতে আরও নির্ভুলভাবে সবকিছু চিনতে পারে সেজন্য তথ্য যোগাতেই গুগলের এই গেইমের আয়োজন।ইমোজি স্ক্যাভেঞ্জার হান্ট গেইমটি তৈরি করেছে গুগলের গবেষণা শাখা এক্সপেরিমেন্টস উইথ গুগল। গেইম থেকে পাওয়া তথ্য ব্যবহার করে ভবিষ্যতে গুগল লেন্স ফিচারটি আরও সমৃদ্ধ করা হবে। গেইমটি খেলা যাবে https://emojiscavengerhunt.withgoogle.com/ এই লিঙ্ক থেকে।