অনলাইন কোর্স

ইশিখনের ৮ম বর্ষপূর্তি : ফ্রিল্যান্সারদের জন্য পরামর্শ

By Sajia Afrin

March 20, 2023

ইশিখনের ৮ম বর্ষপূর্তিতে ফ্রিল্যান্সারদের স্বাস্থ্য সচেতন হতে পরামর্শ দেওয়া হল। ধুমধামে ইশিখনের ৮ম বর্ষপূর্তি হল।

সফলতার ৮ম বর্ষপূর্তি পূর্তিতে দেশের স্বনামধন্য আইটি এবং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রতিষ্ঠান ইশিখন.কম আয়োজন করল বর্ণিল ‘ ইশিখন ফ্যামিলি কংগ্রেস ২০২৩ ‘।

বিগত ১৭ মার্চ দিনব্যাপী অনুষ্ঠানটি ইশিখন পান্থপথ ক্যাম্পােসের সন্নিকটে ড্যাফোডিল কনকর্ড টাওয়ার এর বিজয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

এই আনন্দময় সময়কে একসাথে উদযাপনের লক্ষ্যে উপস্থিত ছিলেন দেশের শীর্ষ সব আইটি উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, ইশিখনের দেশসেরা সব শিক্ষক, শীর্ষ সফল শিক্ষার্থীদের কিছু অংশ।

কালের কণ্ঠের সম্পাদক শাহেদ মোহাম্মদ আলীর পরামর্শ

বর্ণিল এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালেরকণ্ঠের সম্পাদক জনাব শাহেদ মোহাম্মদ আলী।

তিনি ফ্রিল্যান্সারদের স্বাস্থ্য সচেতন হয়ে কাজ করার পরামর্শ দেন।

সেই সাথে ইশিখনের প্রতিষ্ঠাতা, তরুণ উদ্যোক্তা ইব্রাহিম আকবরকে দেশকে এগিয়ে নিতে এ সাফল্য অব্যাহত রাখার পরামর্শ দেন।

যিনি নিজে তরুণ হয়ে ফ্রিল্যান্সিং ও আইটি প্রতিষ্ঠান গড়ে তুলে হাজারো তরুণের স্বপ্ন বাস্তবায়ন করতে সাহায্য করছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উইমেন ইন টেকনোলজির প্রেসিডেন্ট রেজওয়ানা খান, তার মতে ইশিখন দেশের তরুণ তরুণীদের স্বল্প খরচে এবং কিছু ক্ষেত্রে ফ্রি কোর্স করিয়ে দক্ষ জনপদ তৈরির পাশাপাশি স্বনির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করছে।

ইশিখনের ৮ম বর্ষপূর্তিতে তরুণ উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা ইব্রাহিম আকবর

ইশিখনের প্রতিষ্ঠাতা ইব্রাহিম আকবর জানান, অনলাইন প্রশিক্ষণে আমরা সারাদেশ থেকে স্বনামধন্য সব শিক্ষকদের ইশিখনের অন্তর্ভুক্ত করার চেষ্টা করি, তাই সারাদেশে ইশিখনের শত শত শিক্ষক ছড়িয়ে আছেন, অনেকের সাথেই আমাদের এর আগে সরাসরি দেখা হয়নি।

এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থী এবং ইশিখনের কর্মীদের বন্ধন আরো সুদৃড় হলো। আমরা যে দেশব্যাপী একটাই পরিবার এখানে তারই প্রতিফলনের পুনরাবৃত্তি ঘটেছে।

অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব সাইফুল আলম ফুয়াদ জানান, গতানুগতিক শিক্ষা নিয়ে যেখানে একজন গড় মানের শিক্ষার্থী চাকরি যোগাতে হিমশিম খায় সেখানে প্রোগ্রামিং, ওয়েব ডিজাইনিং, এথিকাল হ্যাকিং, ডিজিটাল মার্কেটিং ইত্যাদির মতো যে কোন বিষয়ে বিশেষায়িত জ্ঞান অর্জন করে শিক্ষার্থীরা দেশ বিদেশের প্রতিষ্ঠানে ফ্রীল্যান্সিং তথা সরাসরি কাজের সুযোগ অর্জন করতে পারে।’

এ ছাড়াও অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উইঙ্কলো লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক, আতাউর রাব্বি, প্রান-আরএফএল এর সহকারি মহাব্যবস্থাপক জনাব ফুয়াদ ইউসুফসহ দেশের আইটি খাতের একঝাঁক তরুণ উদ্যোক্তা।

উদ্যোক্তারা নিজ নিজ বক্তব্যে তরুণদের চাকরির বিকল্প হিসেবে আইটি স্কিল ডেভেলপ করে স্বাবলম্বী হওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন।

সফলতার ৮ বছর উপলক্ষ্যে সারাদেশ থেকে ইশিখনের ৩০ জন সেরা শিক্ষক, ৬ জন সেরা কমকর্তা-কর্মচারি এবং শীর্ষ আয় করা ১৫ জন শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে ইশিখন তাদের আসন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সফটওয়্যার টেস্টিং , ব্লক চেইন ডেভেলপমেন্ট এই ৩টি নতুন কোর্স ঘোষণা করেছে। অনুষ্ঠান উপলক্ষ্যে উক্ত কোর্স সমূহে ১ম ১০জন পাবেন ১০০% স্কলারশীপের সুযোগ।

যেভাবে শুরু ইশিখন ও ইশিখনের ৮ম বর্ষপূর্তি

২০১২ সালে ইনফোনেট নামে বাংলাদেশে সর্বপ্রথম অনলাইন ফ্রিল্যান্সিং ট্রেনিং শুরু করে ইশিখন ডটকম।

শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পেয়ে কাজের সাথে মিল রেখে ২০১৫ সালে ইশিখন ডটকম নামে আত্নপ্রকাশ ঘটে। ইশিখন ডটকমের প্রতিষ্ঠাতা ও সিইও হচ্ছেন ইব্রাহিম আকবর, যিনি ছোট বেলা থেকেই ছিলেন প্রযুক্তিপ্রেমী, দূরদর্শী এবং কঠোর পরিশ্রমী।

তাঁর হাত ধরেই শুরু হয় ইশিখনের পথচলা এবং বর্তমানে ইশিখন হয়ে উঠেছে দেশের অন্যতম সেরা ফ্রিল্যান্সিং এন্ড আইটি ট্রেইনিং ইনস্টিটিউট।

বিগত ৮ বছরে ইশিখন ডটকম থেকে প্রশিক্ষণ নিয়েছেন ৩০,০০০+ (ত্রিশ হাজার) শিক্ষার্থী। তাদের মধ্যে বর্তমানে ২০,০০০+ (বিশ হাজার) অধিক শিক্ষার্থী বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং করছেন এবং অনেকে বিভিন্ন বড় বড় সফটওয়্যার কোম্পানিতে উচ্চ বেতনে চাকরি করছেন। আবার অনেকেই ইশিখনে জব করছেন।

ইশিখনে সুবিধা কি কি

ইশিখনে রয়েছে ৪ থেকে ৬ মাস মেয়াদী ৪০টির বেশি অনলাইন-অফলাইন স্কিল ডেভেলপমেন্ট ও একাডেমিক কোর্স।

প্রতিটি কোর্সে রয়েছে ঘরে বসে আয় বা ফ্রিল্যান্সিং করার নানান টিপস ও টেকনিকস ।

কোর্স শেষে ইশিখন প্রদান করছে লাইফ টাইম সাপোর্ট যাতে করে শিক্ষার্থরা কোর্স শেষ করেও যে কোন সমস্যার সম্মুখীন হলে তার সমাধান করতে পারে।

ইশিখনের কোর্স মডিউল ইন্টারন্যাশনাল-মানসম্পন্ন কারিকুলাম অনুসরন করে সাজানো হয়ে থাকে। উক্ত কোর্সগুলো দক্ষ এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের দ্বারা নেওয়া হয়ে থাকে যারা দীর্ঘদিন ধরে সুনামের সাথে বাংলাদেশের আইটি সেক্টরে কাজ করে যাচ্ছে।

যাদের বাসায় কম্পিউটার নেই, যারা ঢাকার বাহিরে থাকে তাদের জন্য ইশিখন দেশের বিভিন্ন প্রান্তে খুলেছে এজেন্ট সেন্টার। দেশব্যাপী ইশিখনের রয়েছে ১০০টির ও বেশি এজেন্ট সেন্টার।

দেশের সকল প্রান্তে ইশিখনের এজেন্ট ছড়িয়ে পড়েছে এবং এই এজেন্ট সেন্টারগুলোতে এসে নামমাত্র মূল্যে অনলাইনে ফ্রিল্যান্সিং কোর্স করার সুযোগ পাচ্ছেন হাজারো শিক্ষার্থী।