চলতি বছরে পাঁচ হাজার জনকে কোনো কোর্স ফি ছাড়াই ফ্রিল্যান্সিং কাজের উপযোগী বিভিন্ন বিষয় প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে ইশিখন ডটকম। কোর্সের গুরুত্ব ঠিক রাখতে ও আগ্রহ ধরে রাখতে এ বছর ৪০০ থেকে ৭২০ টাকা নিবন্ধন ফি প্রয়োজন হবে। তবে শিক্ষার্থীরা ৩ থেকে ৫ মাস মাসের প্রতিটি কোর্স অনলাইনে পুরোপুরি বিনা মূল্যে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এবারে শিক্ষার্থীদের জন্য ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, অ্যান্ড্রয়েড অ্যাপ, এফিলিয়েট মার্কেটিংসহ অনলাইন আয়ের উপযোগী কোর্স শেখানোর উদ্যোগ নিয়েছে ইশিখন।
২০১৩ সালে ইশিখন কোর্স চালু করে। ৪ বছরে দেশে অনলাইনে সফলতার সঙ্গে শিক্ষার্থীদের আইটি কোর্স ও অনলাইন আয় বিষয়ক ফ্রিল্যান্সিং কোর্স প্রশিক্ষণ দিয়ে এসেছে এ প্রতিষ্ঠানটি । ইশিখনের উদ্যোক্তা ইব্রাহিম আকবর জানান, বর্তমান প্রযুক্তির সাথে উন্নয়নশীল বাংলাদেশকে তাল মিলিয়ে চালিয়ে যেতে ব্যক্তিগত উদ্যোগে আমি প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছি। দেশের বেকার সমস্যা দুর করার লক্ষ্যে বর্তমান যুব সমাজকে দক্ষ জনবল হিসেবে গড়ে তোলায় আমাদের উদ্দেশ্য। দেশসেরা স্বনামধন্য শিক্ষকদের মাধ্যমে আমাদের প্রতিটি কোর্সের ক্লাস হয়ে থাকে এবং প্রতিটি কোর্স আলাদা আলাদা শিক্ষক দ্বারা পরিচালিত হয়ে থাকে। ইন্টারনেট কানেকশনযুক্ত কম্পিউটার কিংবা স্মার্টফোন থাকলেই দেশের যেকোন প্রান্ত থেকে অনলাইনে ঘরে বসে এইচএসসি পাশ যেকেউ এই কোর্সে অংশ নিতে পারবেন। যাদের ইন্টারনেট কানেকশন নেই, তাঁরা আমাদের ডিভিডি সংগ্রহ /অর্ডার করতে পারেন। বাংলাদেশের যেকোন প্রান্তে কুরিয়ারের মাধ্যমে আমরা ডিভিডি ডেলিভারি দিয়ে থাকি।
ইব্রাহিম জানান, শিক্ষার্থীরা eShikhon.com সাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর সাথে সাথে ক্লাসে অংশ নেওয়ার নিয়ম, যাবতীয় সফ্টওয়্যার এবং ক্লাসের সময়সহ সবকিছু বিস্তারিত ইমেইলৈ চলে যায়। বিগত ব্যাচের ক্লাসগুলো ভিডিও টিউটোরিয়ালও রয়েছে ইউটিউবে। আমাদের ক্লাসগুলো রাত ৮টা থেকে রাত ১২টার মধ্যে হয়ে থাকে, সপ্তাতে ৩দিন করে প্রতিটি কোর্সের একাধিক ব্যাচ থাকে, চাকরিজীবি কিংবা শিক্ষার্থী যেকেউ নিজের সুবিধাজনক সময় অনুযায়ী ব্যাচ পছন্দ করে ক্লাস করার সুযোগ থাকছে।
এর আগে গত বছর পাচ হাজার শিক্ষার্থীকে ১০টি কোর্সের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। শিক্ষা বিষয়ক এই ওয়েবসাইটটি ফ্রিল্যান্সিং ছাড়াও এসএসসি, এইচএসসি, বিশ্ববিদ্যালয় ভতি, বিসিএস এর উপর রয়েছে লাখের উপর শিক্ষামুলক কনটেন্ট, মডেল টেস্ট, কুইজ এবং লেসন।
প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহীকে আবেদনের জন্য যেতে হবে : https://eshikhon.com/pro-offer/ এই ঠিকানায়।