ইভেন্ট

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে রোবোটিক্স বিষয়ক সেমিনার,প্রজেক্ট শো ও ওয়ার্কশপ

By Baadshah

October 29, 2018

তরুণ প্রজন্মের ছাত্রছাত্রীদেরকে রোবোটিক্স ও অ্যাডভান্স টেকনোলজি আগ্রহী ও উৎসাহিত করে তুলতে ২৭ অক্টোবর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্দালয়ের জাপান বাংলাদেশ রোবোটিক্স ও অ্যাডভান্স টেকনোলজিতে রিসার্চ সেন্টার এর আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত হয় সেমিনার ও ওয়ার্কশপ |

ইভেন্টটির আয়োজন করে প্রতিষ্ঠানটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এবং সংগঠনের পক্ষ থেকে সাহায্য করেন নুসরাত এর নেতৃত্বে তার সহযোগী বেহেস্তি,ত্বকী,ইমরুল,সোহানা,আফরিন,আরশি,আতিক,লাবিব,সাব্বির,ফাহিম,সাজ্জাদ,সাকিব,সাদাত,অর্পা, আনিকা, সারিকা | প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তি বিভাগ এর অতিরিক্ত সচিব মো: রাশেদুল ইসলাম সভাপতিত্ব করেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান ড. আহমেদ ওয়াসিফ রেজা , বিশেষ অথিতির বক্তব্য পেশ করেন ড. ফখরুল আলম প্রো- ভাইস চ্যান্সেলর , ইস্ট ওয়েস্ট বিশ্যবিদ্যালয়, নাসিমা সুলতানা চেয়ারম্যান , ঈসা খাঁ ফাউন্ডেশন, মো: মাকসুদুর রহমান ভূইয়াঁ, অতিরিক্ত পরিচালক, ইনফরমেশন ডিভিশন,ইউজিসি, গেস্ট স্পিকার হিসেবে বক্তব্য পেশ করেন ড. মোহাম্মদ সাজ্জাদ হোসাইন , চেয়ারম্যান ,বিদ্যুৎ ও কম্পিউটার বিভাগ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং উপদেষ্টা জাপান বাংলাদেশ রিসার্চ সেন্টার আরও উপস্থিত ছিলেন টেকনিকাল উপদেষ্টা উক্ত প্রতিষ্ঠানের, জুবায়ের আল বিল্লাহ, টেকনিকাল ডিরেক্টর ও কো-ফাউন্ডার আহসানুল আকিব , বুয়েট প্রতিনিধি আবুল আল-আরাবী , তারা প্রতিষ্ঠানটির তৈরীএ আই এবং আই ও টি ভিত্তিক হিউমানওয়েড রোবট প্রদর্শন করেন | তাছাড়া ড্রোন নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় ও তার প্রদর্শন অনুষ্ঠিত হয় |

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারহান ফেরদৌস জাপান থেকে বলেন , “দেশের গ্রাম পর্যায়ের স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শহর পর্যায় পর্যন্ত যেন রোবোটিক্স ও অ্যাডভান্স টেকনোলজি এর ছোঁয়া পৌঁছোয় এবং গবেষণা ও আবিষ্কার এর দিকে যেন সবাই আগ্রহী হয় সে লক্ষ্যে পর্যায়ক্রমিকভাবে এমন অনুষ্ঠান এর আয়োজন অব্যাহত থাকার প্রত্যয়ে সকলের সাহায্য-সহযোগিতা কামনা করেছেন |

উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির প্রায় ১৫০ জনেরও অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন ও ড্রোন তৈরী বিভিন্ন কলাকৌশল নিয়ে ধারণা লাভ করেন | সর্বশেষে অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয় অনুষ্ঠানটিতে সাপোর্ট এ ছিল পারটেক্স গ্রূপ,যমুনা ব্যাঙ্ক,মেসার্স মানকো কাস্টিং ইন্ডাস্ট্রিস এনং ঈসা-খা ফাউন্ডেশন মিডিয়া পার্টনার হিসেবে ছিল রেডিও মাতৃকা,জাগো এফ.এম ও ড্রিম ডিভিসর |