ইভেন্ট

ই.এম.কে সেন্টারের বসন্ত উৎসব উদযাপন

By Baadshah

February 14, 2018

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা অনুষদের সহযোগিতায়, কলাভবন প্রাঙ্গণের বটগাছটির রোপণের ৪৬তম বার্ষিকী পালনের লক্ষ্যে ই.এম.কে সেন্টার বুধবার, ১৪ই ফেব্রুয়ারি ২০১৮, “বসন্ত উৎসব” উদযাপন করে। ১৪ইফেব্রুয়ারিই.এম.কেসেন্টারেরজন্যএকটিবিশেষদিন।এইদিনে, ১৯৭২সনে,মার্কিনসেনেটর এডওয়ার্ড এম.কেনেডি কলা ভবনের সামনের বটগাছটি রোপণ করেন।বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কালীনও তারও আগের বহু আন্দোলন, মিটিং-মিছিলওতরুণদের নানান রুখে দাঁড়ানোর সাক্ষী এই বটগাছ; এবং হয়তো এই কারণেই ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী ডাইনামাইট দিয়ে উড়িয়ে দেয় গাছটিকে, তবে ১৯৭২ সালেই সেখানে আরেকটি চারা রোপণ করেন সেনেটর কেনেডি।এই বৃক্ষও এই বসন্ত উৎসব তাই আজও যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মানুষের সেই চির-অটুট বন্ধুত্বের ভাস্কর্য হয়ে দাঁড়িয়ে আছে, এবং সেই ৪৬ বছরের বন্ধন, ফাল্গুন মাসের শুরু, ও ভাষার মাসের প্রতি শ্রদ্ধা জানাতেই ছিলো বসন্ত উৎসবের এই আয়োজন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা অনুষদের চেয়ারপার্সন ও অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা, ই.এম.কে সেন্টার-এর পরিচালক এমকে আরেফ, ও মার্কিন দূতাবাসের পাবলিক এফেয়ার্স অফিসার নিকোলাস প্যাপ ; এবং অনুষ্ঠানেপরিবেশনাকরে সুরের ধারা, ঢাকাবিশ্ববিদ্যালয়েরনৃত্যকলাঅনুষদ, সমগীত, কুদ্দুসবয়াতিওসাথেআরওছিলোই.এম.কেমেকারল্যাবেরডিজিটালমিউজিকপরিবেশন।

অনুষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা অনুষদ ও ই.এম.কে সেন্টার যৌথভাবে আয়োজিত করে।