TechJano

ই-কমার্সে নগদ সহায়তা দেবে সরকার, এর চেয়ে কি সুখবর হতে পারে?

এর চেয়ে আর কি সুখবর হতে পারে? সরকারের নগদ সহায়তা পাওয়ার তালিকায় যোগ হয়েছে ই-কমার্সও। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ হতে দেয়া সার্কুলারে এ সহায়তা পেতে সফটওয়্যার, আইটিইএস ও হার্ডওয়্যারের আওতাভুক্ত পণ্য বা সেবার তালিকায় ই-কমার্সও জায়গা পেয়েছে।
তথ্যপ্রযুক্তি রপ্তানিতে ১০ শতাংশ নগদ সহায়তা বা ভর্তুকি দেয়ার সিদ্ধান্ত ও প্রজ্ঞাপন দেয়া হয়েছিল ২০১৭ সালের আগস্টে। সেখানে বাংলাদেশ হতে সফটওয়্যার, আইটিইএস (ইনফরমেশন টেকনোলজি এনাবল সার্ভিসেস) এবং হার্ডওয়্যার রপ্তানির বিপরীতে নগদ সহায়তা মিলবে এবং কী হারে মিলবে তা বলা হয়েছিল। এর আওতায় খাতের বিবরণ ও নীতি জানানো হয়নি।
বৃহস্পতিবারের এই প্রজ্ঞাপনের মাধ্যমে এই নগদ সহায়তার সিদ্ধান্ত অবশেষে কার্যকর করা হলো।বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক হারুন-অর-রশিদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে এই সহায়তার জন্য আবেদন ফরমের নমুনাসহ কীভাবে এই ভর্তুকি পাওয়া যাবে তার বিস্তারিত বলা হয়েছে।

Exit mobile version